সামরিক পরিকল্পনা ফাঁস গুরুতর নয়: ট্রাম্প
Published: 25th, March 2025 GMT
অত্যন্ত সংবেদনশীল সামরিক পরিকল্পনা ভুল করে একটি ম্যাসেজিং গ্রুপে সম্প্রচারের ঘটনা গুরুতর নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এনবিসি নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভুল করে একটি ম্যাসেজিং গ্রুপে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা প্রকাশ করেন। এই গ্রুপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার ডেপুটি অ্যালেক্স ওয়াংকে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণ সমন্বয় করতে ‘টাইগার টিম’ তৈরি করার কাজ দেন। ওই গ্রুপটিতে মার্কিন সংবাদমাধ্যম আটলান্টিকের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গকে ভুল করে অন্তর্ভুক্ত করা হয়। সোমবার আটলান্টিক এ নিয়ে একটি বর্ণনামূলক প্রতিবেদন প্রকাশ করার পর হোয়াইট হাউজ ঘটনা স্বীকার করে।
ট্রাম্প এনবিসি নিউজকে টেলিফোনে বলেছেন, “দুই মাসের মধ্যে একমাত্র ত্রুটি ছিল এবং এটি গুরুতর ছিল না।”
তিনি তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের পক্ষ নিয়ে বলেন, “ওয়াল্টজ একটি শিক্ষা পেয়েছেন।”
তবে প্রেসিডেন্টের এই মন্তব্য সমালোচকদের শান্ত করার সম্ভাবনা কম। কারণ তারা এই ফাঁসকে জাতীয় নিরাপত্তার গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)
আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল
দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস
নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১