অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্ট করতে গিয়েছিলেন নেহা কক্কর। তবে নির্দিষ্ট টাইমের থেকে তিন ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছান শিল্পী। নেহা যখন মঞ্চে ওঠেন, তখন তিনি দেখেন, দর্শক ও শ্রোতারা তাঁর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আর তাই মঞ্চে উঠে তাঁদের কাছ থেকে ক্ষমা চাইতে গিয়ে কেঁদে ফেলেন নেহা কক্কর। খবর হিন্দুস্তান টাইমসের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নেহাকে কাঁদতে দেখে ভিড়ের মধ্যে অনেকেই তাঁকে ট্রল করতে শুরু করেন। এরপর অপমানিত হয়ে অঝোরে কাঁদতে থাকেন গায়িকা।

আরও পড়ুনআমি ভালো নেই: নেহা কাক্কর১৩ আগস্ট ২০১৯

নেহাকে বলতে শোনা যায়, ‘আপনারা সত্যিই ভালো। অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনো কাউকে এত অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত।

নেহা কাক্কর। গায়িকার ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পথে ইতিহাসখচিত এ দিনকে উদযাপন করতে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। গুগল সার্চ বক্সের ওপর থাকা এই ডুডল সেজেছে বাংলাদেশের পতাকার রঙে। চারপাশে লাল রং আবৃত ডুডলটির ভেতরে নীল আকাশের মাঝে বাংলাদেশের পতাকা উড়ছে সগৌরবে। পতাকার নিচেই রয়েছে গুগলের নাম। বুধবার রাত ১২টা পর থেকে এ ডুডল দেখা যাচ্ছে।

ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৫’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করে গুগল। 

সম্পর্কিত নিবন্ধ