অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্ট করতে গিয়েছিলেন নেহা কক্কর। তবে নির্দিষ্ট টাইমের থেকে তিন ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছান শিল্পী। নেহা যখন মঞ্চে ওঠেন, তখন তিনি দেখেন, দর্শক ও শ্রোতারা তাঁর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আর তাই মঞ্চে উঠে তাঁদের কাছ থেকে ক্ষমা চাইতে গিয়ে কেঁদে ফেলেন নেহা কক্কর। খবর হিন্দুস্তান টাইমসের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নেহাকে কাঁদতে দেখে ভিড়ের মধ্যে অনেকেই তাঁকে ট্রল করতে শুরু করেন। এরপর অপমানিত হয়ে অঝোরে কাঁদতে থাকেন গায়িকা।

আরও পড়ুনআমি ভালো নেই: নেহা কাক্কর১৩ আগস্ট ২০১৯

নেহাকে বলতে শোনা যায়, ‘আপনারা সত্যিই ভালো। অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনো কাউকে এত অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত।

নেহা কাক্কর। গায়িকার ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায়..

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরীক্ষা খারাপ হওয়ায় সে এ কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব এর মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে এবারে  এসএসসি পরীক্ষা দিচ্ছিল।  

রিয়া’র পরিবার জানায়, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় ঘরের রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে আবারো  ডাকলে  কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে।

খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার  পুলিশ  ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ/টিপু

সম্পর্কিত নিবন্ধ