গাজায় ইসরায়েলের পুনরায় হামলা শুরু হওয়ার পর থেকে এক সপ্তাহে ২৭০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানিয়েছে। সংস্থাটি একে ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিশুদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন’ বলে আখ্যা দিয়েছে।
গাজায় সেভ দ্য চিলড্রেনের মানবিক পরিচালক র্যাচেল কামিংস বলেন, “বোমা পড়ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে (এবং) বিশ্ব নীরব। কোনো সাহায্য নেই, কোনো নিরাপত্তা নেই, কোনো ভবিষ্যৎ নেই।”
সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ পুনরায় শুরু করা ‘গাজার শিশুদের জন্য মৃত্যুদণ্ড।’
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৯০০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।
সেভ দ্য চিলড্রেন বলেছে, “শিশুদের তাঁবুতে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হচ্ছে, তাদের অনাহারে রাখা হচ্ছে এবং আক্রমণ করা হচ্ছে। শিশু ও পরিবারগুলোকে সুরক্ষিত রাখার একমাত্র উপায় হল একটি নির্দিষ্ট যুদ্ধবিরতি।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।
নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।