ঈদ সামনে রেখে নিজের বা প্রিয়জনের জন্য ল্যাপটপ কিনছেন অনেকেই। কাজের ধরন এবং বাজেটের কারণে ৫০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ বেশি কিনছেন তাঁরা। যাঁরা বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান, তাঁদের জন্য ৫০ হাজার টাকার মধ্যে জনপ্রিয় ১০টি মডেলের ল্যাপটপের তথ্য তুলে ধরা হলো।
লেনেভো আইডিয়াপ্যাড ডি৩৩০ইন্টেল সেলেরন প্রসেসরে চলা ১০.
ইন্টেল সেলেরন এন৪০২০ প্রসেসরে চলা এই ল্যাপটপে ৮গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ১৫.৬ ইঞ্চি পর্দার পাশাপাশি ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিকস৬০০ সুবিধা থাকায় ভিজ্যুয়াল অভিজ্ঞতা বেশ ভালো পাওয়া যায় ল্যাপটপটিতে। শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য উপযোগী ল্যাপটপটির দাম পড়বে ৩৬ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুন১০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন২৩ মার্চ ২০২৫এইচপি ২৫০ জি৮সেলেরন ডুয়েল কোর প্রসেসরে চলা এই ল্যাপটপে ৮ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। ১৫.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে শক্তিশালী প্রসেসর ও র্যাম থাকার কারণে সহজেই একসঙ্গে একাধিক কাজ করা যায়। এর ফলে পড়ালেখার পাশাপাশি অফিসের গুরুত্বপূর্ণ কাজও করা যায় ল্যাপটপটিতে। ল্যাপটপটির দাম পড়বে ৩৭ হাজার টাকা।
আসুস ভিভোবুক গো ১৫ইন্টেল সেলেরন এন৪৫০০ প্রসেসরের এই ল্যাপটের ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ইন্টেল এইচডি গ্রাফিকসসহ ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি পর্দার ল্যাপটপটির দাম পড়বে ৩৭ হাজার ৮০০ টাকা। শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের রিমোট জব বা ফ্রিল্যান্সারদের জন্য বেশ উপযোগী ল্যাপটপটি।
ওয়ালটন প্রিলুড এন৪১ইন্টেল সেলেরন এন৪১২০ প্রসেসরে চলা এই ল্যাপটপে ৮ গিগাবাইট র্যাম রয়েছে। ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপটি শিক্ষার্থীদের পাশাপাশি যাঁরা বাড়ি থেকে বিভিন্ন ছোটখাটো ব্যবসা পরিচালনা করেন, তাঁদের জন্য বেশ উপযোগী। ল্যাপটপটির দাম পড়বে ৩৮ হাজার ৫৫০ টাকা।
আসুস ভিভোবুক এক্স৫১৫এমএইন্টেল সেলেরন এন ৪০২০ প্রসেসরে চলা এই ল্যাপটপে ৪ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। ইন্টেল ইউএইচডি গ্রাফিকস ৬০০ আইজিপিইউযুক্ত ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চি এফএইচডি পর্দা থাকায় দ্রুত বিভিন্ন কাজ করা যায়। ল্যাপটপটির দাম পড়বে ৪২ হাজার ৫০০ টাকা।
আসুস এক্সপার্টবুক বিআর১১০০এফকেএইন্টেল সেলেরন এন৪৫০০ প্রসেসরে চলা এই ল্যাপটপের দাম পড়বে ৪৪ হাজার ৫০০ টাকা। ১১.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে ৪ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার পাশাপাশি ৩৬০-ডিগ্রি কনভার্টেবল টাচ ডিসপ্লে সুবিধা থাকায় সহজেই বিভিন্ন কাজ করা সম্ভব। ল্যাপটপটির দাম পড়বে ৪৪ হাজার ৫০০ টাকা।
এসার অ্যাসপায়ার লাইট এএল১৫-৪১শিক্ষার্থীদের পাশাপাশি পেশাদারদের জন্য উপযোগী ল্যাপটপটির দাম পড়বে ৪৭ হাজার টাকা। এএমডি রাইজেন৩ ৫৩০০ইউ প্রসেসরে চলা ১৫.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে ৮ গিগাবাইট র্যাম রয়েছে। গেমারদের জন্য বেশ কিছু ফিচারও রয়েছে এই ল্যাপটপে।
লেনোভো আইডিয়াপ্যাড ৪ইন্টেল কোর আইথ্রি-১০০৫জি১ প্রসেসরে চলা ল্যাপটপটিতে ৪ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। আইজিপিইউ ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিকসের পাশাপাশি ১৫.৬ ইঞ্চি এফএইচডি পর্দা থাকায় সহজেই বিভিন্ন কাজ করা যায়। ল্যাপটপটির দাম পড়বে ৪৭ হাজার ৫০০ টাকা।
এসার ট্র্যাভেলমেট পি২১৪-৫৩১৪ ইঞ্চি পর্দার এই ল্যাপটপের দাম পড়বে ৪৮ হাজার ৫০০ টাকা। ৮ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ল্যাপটপটিতে ইন্টেল কোর আইথ্রি প্রসেসর রয়েছে। এর ফলে অফিসের যেকোনো গুরুত্বপূর্ণ কাজ, উপস্থাপনাসহ একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায় ল্যাপটপটিতে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ জ র ৫০০ ট ক ৪ গ গ ব ইট র ৮ গ গ ব ইট র দ র জন য ইন ট ল ক জ কর উপয গ
এছাড়াও পড়ুন:
রুয়েটে পিএইচডি-পিজিডি কোর্স, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সুযোগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ও ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্ট স্টাডিজে (আইইইএস) পিএইচডি/এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিং/পিজিডি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রোগ্রামে ভর্তির জন্য কয়েকটি শর্তে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে ১০০০ টাকা পরিশোধ করতে হবে।
আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ২৩ মার্চ ২০২৫আবেদনের শর্ত হলো১. আইআইসিটি ও আইইইএসে এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ–৫.০০–এর মধ্যে কমপক্ষে ৩.৫০ পেয়ে পাস করতে হবে (ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে জিপিএ–৪.০০–এর মধ্যে ২.৭৫ পেয়ে পাস করতে হবে) ও কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে চার বছর মেয়াদি বিএসসি (ইঞ্জিনিয়ারিং/ সায়েন্স) বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ–৪.০০-এর মধ্যে ২.৭৫ পেতে হবে এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিজিপিএ–৪.০০-এর মধ্যে ৩.০০ পেয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
অথবা, সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পিজিডি (পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা) ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, ইঞ্জিনিয়ারিং/ বিএসসি, এজি/বিএসসি, অর্থনীতি অথবা বিএসসি/ বিএসসি ডিগ্রি/ এমএ অথবা এমএসসি অথবা এমএসএস ডিগ্রি/আর্কিটেক্টে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ–৪.০০ এর মধ্যে ২.৭৫ পেতে হবে।
আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫২. আইআইসিটি ও আইইইএসে পিজিডি (IICT ও IEES-এ PGD (Post Graduate Diploma) কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমতুল্য পর্যায়ে যেকোনো একটিতে জিপিএ–৫.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ পেয়ে পাস করতে হবে, তবে কোনো পরীক্ষাতে জিপিএ–৫.০০–এর মধ্যে ৩.০০–এর নিচে/তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি ইঞ্জিনিয়ারিং/বিএসসি এজি/বিএসসি ইকোনমি অথবা বিএসসি/ বিএসসি ডিগ্রি/ এমএ অথবা এমএসসি অথবা এমএসএস ডিগ্রি/ ব্যাচেলর আর্কিটেক্ট ডিগ্রি বা সমতুল্য ডিগ্রিতে ৪.০০–এর মধ্যে ২.৫০ পেতে হবে।
৩. দরখাস্তের সঙ্গে এসএসএল (SSL) সার্ভিসের মাধ্যমে ১০০০/ (এক হাজার) টাকা পরিশোধ করতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করে ২০/০৩/২০২৫ থেকে ১২/০৪/২০২৫ মধ্যে আবেদন করতে হবে। সব পরীক্ষার সনদ ও ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের সত্যায়িত ফটোকপি এবং সিলেবাস/কারিকুলামের সত্যায়িত ফটোকপি ওয়েবসাইট লিংকে জমা দিতে হবে। তবে পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে পাস করা শিক্ষার্থীদের সিলেবাস/কারিকুলামের ফটোকপি জমা দিতে হবে না।
৫. সব নির্বাচিত প্রার্থীকে (স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বলে গণ্য হলে) পিজিডির নির্ধারিত ভর্তি ফি ১২,০০০/- (বারো হাজার) টাকা এবং পিএইচডি/এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিংয়ের নির্ধারিত ফি ১৮,৫০০/- (আঠারো হাজার পাঁচ শ) টাকা প্রদান করে ৩০/০৪/২০২৫ মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং শিক্ষা শাখায় কাগজপত্রাদি জমা দিতে হবে।
আরও পড়ুনঅস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত১১ মার্চ ২০২৫৬. চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৭. প্রার্থী ইতিপূর্বে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে ভর্তির সময় ভর্তি বাতিলের সনদ জমা দিতে হবে।
৮. চাকরিরত প্রার্থী নিয়োগকারী কর্তৃপক্ষের সম্মতিক্রমে খণ্ডকালীন ছাত্র হিসেবেও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
৯. চাকরিরত পিএইচডি প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে এক বছরের ছুটি নিতে হবে।
১০. বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো প্রযোজ্য হবে। (ক) বিশ্ববিদ্যালয়টি ইউজিসি কর্তৃক অনুমোদিত হতে হবে। (খ) রুয়েটের সঙ্গে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও ক্রেডিট সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
ইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরেইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএসআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থগুরুত্বপূর্ণ তারিখআবেদন শুরু: ২০ মার্চ থেকে
আবেদন শেষ: আগামী ১২ এপ্রিল
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৩ এপ্রিল
ভর্তি পরীক্ষা: ১৯ এপ্রিল
ফলাফল প্রকাশ: ১৯ এপ্রিল
ক্লাস শুরু: আগামী ৩ মে
আবেদনের জন্য ওয়েবসাইটের লিংক: www.pg.ruet.ac.bd
আরও পড়ুনআরব আমিরাতে বৃত্তি, ইংরেজি দক্ষতায় বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ ১০ মার্চ ২০২৫