যুক্তরাষ্ট্রের ২৩ বিলিয়ন ডলার পণ্যের ওপর শুল্ক কমাবে ভারত
Published: 25th, March 2025 GMT
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক কমাতে প্রস্তুত ভারত। দুই দেশের মধ্যে আলোচিত বাণিজ্য চুক্তি প্রথম পর্যায়ে ভারত এই শুল্ক হ্রাস করতে রাজী বলে , দুটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রবেশের পরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপ শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুল্ক আক্রমণের বড় শিকার চীন ও কানাডা। আগামী ২ এপ্রিল থেকে বিশ্বব্যাপী কার্যকর হবে ট্রাম্পের শুল্ক আরোপ। ভারত তার নিজের ওপর এই শুল্ক আরোপের প্রভাব কমাতে চায়।
দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে.
একটি সূত্র জানিয়েছে, এই শ্রেণির পণ্যের ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আমদানিকৃত পণ্যের উপর ‘যথেষ্ট পরিমাণে’ শুল্ক কমাতে বা এমনকি কিছু সম্পূর্ণরূপে বাতিল করতে প্রস্তুত।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং একজন সরকারি মুখপাত্রের কাছে মন্তব্য চেয়ে ইমেইল করা হলে তারা জবাব দেননি।
বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুসারে, সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে বাণিজ্যভিত্তিক গড় শুল্ক প্রায় ২ দশমিক ২ শতাংশ, সেখানে ভারতের ১২ শতাংশ। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৪৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক কম র ওপর
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে।
একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী।
জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।