মাদ্রাসার শিক্ষক–কর্মচারীদের এমপিওর অনলাইন আবেদনের সময় দুই দিন বৃদ্ধি
Published: 25th, March 2025 GMT
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকায় মাদ্রাসার শিক্ষক–কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর অনলাইন আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ থেকে ৬ এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠানের প্রধানেরা এই আবেদন পাঠাবেন। আর উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ১ থেকে ৮ তারিখের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে এই আবেদন পাঠাতে হবে। এমন নির্দেশনা দিয়ে গতকাল সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সব মাদ্রাসাপ্রধান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে।
আরও পড়ুনইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস১০ ঘণ্টা আগেওই আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা) শিক্ষক–কর্মচারীদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালার–২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত–পরিমার্জিত) আলোকে প্রতি মাসের ৪ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন সংশ্লিষ্ট উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে দাখিল করেন এবং প্রতি মাসের ৮ তারিখের মধ্যে উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে পাঠানোর নির্দেশনা রয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকায় এপ্রিল মাসের অনলাইন আবেদন ১ থেকে ৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন সংশ্লিষ্ট উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে এবং ১ থেকে ৮ তারিখের মধ্যে উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশই ফেল৮ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত উপজ ল সরক র
এছাড়াও পড়ুন:
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, আওতার বাইরে যাঁরা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
পবিত্র ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে এখন নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল। ছুটির সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
ছুটির আওতার বাইরে যাঁরা
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ–সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।
আরও পড়ুন৩ এপ্রিলও ছুটি, এবার ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি২০ মার্চ ২০২৫হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতা বহির্ভূত থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।