ময়মনসিংহে আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
Published: 25th, March 2025 GMT
ময়মনসিংহ নগরে কাভার্ড ভ্যানের চাপায় বৃদ্ধ এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই বাজারের মোড়ে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বেলা পৌনে তিনটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। নিহত দুজন হলেন আবদুল হেকিম (৮০) ও তাঁর স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তাঁরা ময়মনসিংহ সদরের পাড়াইল গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে চুরখাই বাজারের মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান ওই দম্পতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানটি আটকে ভাঙচুর করেন। তবে চালক পালিয়ে যান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে দিলে দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী মানুষ।
এদিকে বেলা পৌনে তিনটায় পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ধীরে ধীরে সড়কে আটকে থাকা যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
স্থানীয় বাসিন্দা রকিবুল ইসলাম বলেন, দুজন বয়স্ক মানুষ সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ড ভ্যানটি তাঁদের চাপা দেয়। এই সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
দেশে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হয়েছে। এর আগে ৫ এপ্রিল একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে রোগটিতে ১৬ জনের মৃত্যু হলো। শনিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। তাদের মধ্যে ১০ জনই বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন এলাকার ছয়, ঢাকা বিভাগে চার ও চট্টগ্রাম বিভাগে দু’জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ৪৬৬ জন বরিশালের, এর পর চট্টগ্রামে ৩৯৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৬২, উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৫৫, ঢাকা বিভাগে ৩৫৩, খুলনায় ১১৬, রাজশাহীতে ৬২, ময়মনসিংহে ৫১, রংপুর ও সিলেট বিভাগে ছয়জন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এর পর বরিশাল ও খুলনা বিভাগে দু’জন করে চারজন। চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৯ জন, আর ৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ৩৬১ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৩ জন।
২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।