ইসিতে ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন
Published: 25th, March 2025 GMT
‘আওয়ামী লীগ’ নামে নতুন একটি দলের জন্য নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। আবেদনকারীর নাম উজ্জ্বল রায়। নতুন এই দলটির প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ। আর আবেদনে সংগঠনটির অফিসের ঠিকানা দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু এভিনিউ’।
মঙ্গলবার (২৫ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল নিজেকে সংগঠনের সভাপতি দাবি করেন। আবেদনে বলা হয়, দলটি প্রতিষ্ঠা হয়েছে ২৪ মার্চ ২০২৫। এই দলের কমিটির মেয়াদ ২০ এপ্রিল শেষ হবে। তবে কোন বছরের ২০ এপ্রিল, তা উল্লেখ নেই। এমনকি কোনো দলীয় তহবিলের জন্য ব্যাংকের নাম ও ঠিকানাও বর্ণনা করা নেই। ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ‘ব্যক্তিগত তহবিল’ লেখা হয়।
আবেদনপত্রে আরো বলা আছে, উজ্জ্বল রায় দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তবে, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ থেকে বাংলাদেশ আ.
ঢাকা/সুকান্ত/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গরুর মাংসে পুঁইশাকের রেসিপি
উপকরণ: পুঁইশাক ১ আঁটি, গরুর হাড় ছাড়া মাংস ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ২ কোয়া, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচের ৩ ভাগের ১ ভাগ, হলুদ গুঁড়ো ১ চা-চামচ, মরিচ গুঁড়ো আধা চা-চামচ, জিরার গুঁড়ো ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, আস্ত শুকনা মরিচ ২-৩টি, লবণ স্বাদমতো, তেল আধা কাপ।
আরও পড়ুনডিমের কোরমার রেসিপি২ ঘণ্টা আগেপ্রণালি: পুঁইশাকের পাতা আর ডাঁটা আলাদা করে বেছে কেটে রাখুন। ডাঁটাগুলো অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিন। গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। চাইলে ছেঁচেও নেওয়া যেতে পারে। অর্ধেক পেঁয়াজ কুচি, আদাবাটা, রসুনবাটা, আধা চা-চামচ জিরা গুঁড়ো, আধা চা-চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ আর অল্প তেল দিয়ে গরুর মাংস নরম ও শুকনো করে রান্না করে নিন। একটা আলাদা প্যানে বাকি তেল গরম করে তাতে আস্ত শুকনো মরিচ ফোড়ন দিন। এবার পেঁয়াজ-রসুন কুচি লালচে করে ভেজে নিয়ে হলুদ ও জিরার গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। অল্প করে পানি দিয়ে শাক দিয়ে দিন। শাক আধা সেদ্ধ হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাঁটা, রান্না করে রাখা গরুর মাংস, স্বাদমতো লবণ আর ফালি বা আস্ত কাঁচা মরিচ (যেমন ঝাল পছন্দ) মিশিয়ে অল্প আঁচে মিনিট দশেক রেখে পানি শুকিয়ে নামিয়ে নিন।
আরও পড়ুনডালের হাঁড়িঘাঁটার রেসিপি১৪ এপ্রিল ২০২৫