কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল কারাগারে
Published: 25th, March 2025 GMT
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
মামলার মূলনথি না থাকায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে মূলনথি প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড ও জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে বিচারক আদেশে উল্লেখ করেন।
এর আগে গত সোমবার মেহেরপুর শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বদল ন ত
এছাড়াও পড়ুন:
চীনে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডির সুযোগ
চীনের চংকিং ইউনিভার্সিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেবে। সিএসসি স্কলারশিপ নামের এ বৃত্তিতে আবেদন চলছে। চীন সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই স্কলারশিপে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটিতে বর্তমানে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
সুযোগ-সুবিধা—
মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩,০০০ ইউয়ান;
পিএইচডি প্রোগ্রামে মাসে ৩,৫০০ ইউয়ান;
রেজিস্ট্রেশন ফ্রি;
কোনো টিউশন ফি লাগবে না;
ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা;
চিকিৎসা বিমা সুবিধা;
আবেদনের যোগ্যতা—
চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;
আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);
আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);
অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;
দরকারি কাগজপত্র—
চীনা সরকার বৃত্তির আবেদন ফরম
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)
একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব
দুটি সুপারিশপত্র
পাসপোর্টের একটি অনুলিপি
অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র।
আরও পড়ুনইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস২৫ মার্চ ২০২৫ছবি: এআই দিয়ে তৈরি