শিলংয়ের স্থানীয় সময় আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মুখোমুখি হবে এশিয়ান কপের বাছাইপর্বের প্রথম ম্যাচে। তার আগে বেলা আজ ১টায় জার্সি নিয়ে বাংলাদেশ দলে ভজকট অবস্থা।

বাংলাদেশ দল ২৪ জন খেলোয়াড় নিয়ে এসেছে শিলং। নিয়ম অনুযায়ী ২৩ জন খেলোয়াড়ের নাম জমা দিতে হবে। ওই ২৩ জনের জার্সি নম্বর হতে হবে ১ থেকে ২৩। ক্লাব ফুটবলে কেউ ৮০, কেউ ৯৯.

.. ইত্যাদি নম্বর নিয়ে খেললেও জাতীয় দলের বেলায় সেই সুযোগ নেই। জাতীয় দলে ১-২৩-ই চূড়ান্ত।

আরও পড়ুনবাংলাদেশ–ভারত ম্যাচ কখন, কোথায় দেখবেন৪ ঘণ্টা আগে

শিলং আসার পর বাংলাদেশ দলের ২৪ জন থেকে প্রথমে বাদ পড়েন মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। পরে সেই সিদ্ধান্ত বদল হয়। সোহেল রানার বদলে বাদ পড়েন ডিফেন্ডার শাকিল হোসেন। শাকিলকে বাদ দিয়ে ২৩ জনের নাম জমা দেওয়া হয় গতকাল ম্যানেজার্স মিটিংয়ে। কিন্তু গতকাল রাতে মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানির কুঁচকিতে চোট ধরা পড়ে। ফলে আজ সকালে তাঁকে বাদ দিয়ে শাকিলকে নেওয়া হয় এবং নতুন করে জমা দেওয়া হয় ২৩ জনের নাম। আর এতেই জার্সি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

সৌদি আরবে ক্যাম্প চলাকালে সতীর্থদের সঙ্গে কাজেম শাহ (বাঁ থেকে তৃতীয়)

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ দল ২৩ জন

এছাড়াও পড়ুন:

চোটে শেষ মুহূর্তে বাদ শাহ কাজেম, ম্যাচের আগে জার্সি নিয়ে হযবরল অবস্থা বাংলাদেশ দলের

শিলংয়ের স্থানীয় সময় আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মুখোমুখি হবে এশিয়ান কপের বাছাইপর্বের প্রথম ম্যাচে। তার আগে বেলা আজ ১টায় জার্সি নিয়ে বাংলাদেশ দলে ভজকট অবস্থা।

বাংলাদেশ দল ২৪ জন খেলোয়াড় নিয়ে এসেছে শিলং। নিয়ম অনুযায়ী ২৩ জন খেলোয়াড়ের নাম জমা দিতে হবে। ওই ২৩ জনের জার্সি নম্বর হতে হবে ১ থেকে ২৩। ক্লাব ফুটবলে কেউ ৮০, কেউ ৯৯... ইত্যাদি নম্বর নিয়ে খেললেও জাতীয় দলের বেলায় সেই সুযোগ নেই। জাতীয় দলে ১-২৩-ই চূড়ান্ত।

আরও পড়ুনবাংলাদেশ–ভারত ম্যাচ কখন, কোথায় দেখবেন৪ ঘণ্টা আগে

শিলং আসার পর বাংলাদেশ দলের ২৪ জন থেকে প্রথমে বাদ পড়েন মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। পরে সেই সিদ্ধান্ত বদল হয়। সোহেল রানার বদলে বাদ পড়েন ডিফেন্ডার শাকিল হোসেন। শাকিলকে বাদ দিয়ে ২৩ জনের নাম জমা দেওয়া হয় গতকাল ম্যানেজার্স মিটিংয়ে। কিন্তু গতকাল রাতে মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানির কুঁচকিতে চোট ধরা পড়ে। ফলে আজ সকালে তাঁকে বাদ দিয়ে শাকিলকে নেওয়া হয় এবং নতুন করে জমা দেওয়া হয় ২৩ জনের নাম। আর এতেই জার্সি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

সৌদি আরবে ক্যাম্প চলাকালে সতীর্থদের সঙ্গে কাজেম শাহ (বাঁ থেকে তৃতীয়)

সম্পর্কিত নিবন্ধ