রবি উপাচার্যের নামে হোয়াটস অ্যাপে আইডি খুলে টাকা দাবি
Published: 25th, March 2025 GMT
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য অধ্যাপক এসএম হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে টাকা দাবির অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ মার্চ) কোনো প্রতারক বা প্রতারক চক্র ওই আইডি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাইলে বিষয়টি জানাজানি হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্ক বার্তা পোস্ট করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএম হাসান তালুকদারের ছবি ও নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র ওয়াটস অ্যাপে ফেক আইডি খুলেছন এবং অনেককে মেসেজ দিয়ে টাকা চাচ্ছেন।
বার্তায় আরো বলা হয়েছে, এ বিষয়ে রবি উপাচার্য সবাইকে সতর্ক থাকতে এবং কোনো রকম অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করেছেন। কেউ টাকা পাঠালে উপাচার্য এর কোনো দায়িত্ব নেবেন না। কারণ নাম্বারটি উনার না।
প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারক বা প্রতারক চক্রকে পুলিশ দ্রুত চিহ্নিত করবে এবং আইনের আওতায় আনতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।
ঢাকা/হাবিবুর/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৪ সাংবাদিকের ওপর হামলা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জনতার বাজারে সংবাদ সংগ্রহে যাওয়া চার সাংবাদিকের ওপর মাইকে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দুটি ক্যামেরা ও ট্রাইপড ভাঙচুর করে।
শনিবার (২২ মার্চ) বিকেলে ঘটনাটি ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার শিকার সাংবাদিকরা হলেন- জিটিভি ও বাসসের জেলা প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, এশিয়ান টিভির এসএম সুরুজ আলী, দীপ্ত টিভির আখলাছ আহমেদ প্রিয় এবং মাই টিভির নিরঞ্জন গোস্বামী শুভ।
আরো পড়ুন:
বরিশালে পাওনা টাকার জেরে ৩ জনকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরে থানার ভেতরে ছাত্রদল নেতার হামলায় আহত ২
এশিয়ান টিভির এসএম সুরুজ আলী জানান, প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও নবীগঞ্জের জনতার বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অবৈভাবে গরুর হাট বসানো হয়। প্রভাবশালীরা সেখান থেকে মোটা অঙের টাকা হাতিয়ে নেন। সড়কে চলাচলকারী লোকজন দুর্ভোগে পড়েন। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বাজার কমিটির লোকজন তাদের সঙ্গে বাকবিতাণ্ডায় জড়ান।
এক পর্যায়ে বাজার কমিটির লোকজন মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুটি ক্যামেরা ও একটি ট্রাইপড ভাঙচুর করে এবং একটি ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত সাংবাদিকরা হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে জানতে জনতার বাজারে কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “আমি থানা এলাকার বাইরে ছিলাম, তবে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।”
ঢাকা/মামুন/মাসুদ