জয়পুরহাটে এনসিপির ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতা, সমালোচনা
Published: 25th, March 2025 GMT
জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নিমন্ত্রণ পেয়ে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা কাজী রাব্বীউল হাসান (মোনেম)। গতকাল সোমবার শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এনসিপিকে সমর্থন দিয়ে বক্তব্যও দেন। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ আন্দোলনকারীদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
কাজী রাব্বীউল হাসান জয়পুরহাট-২ (আক্কেলপুর-ক্ষেতলাল-কালাই) আসনের জাসদ মনোনীত সাবেক সংসদ সদস্য। পরে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হন। এখন তিনি কালাই উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য।
ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবারের সদস্য, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, আলেম-ওলামা ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে গতকাল জয়পুরহাটে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে এনসিপি। এতে রাব্বীউল হাসানকে নিমন্ত্রণ করা হয়। তিনি নিমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে বক্তব্যও দেন।
ইফতার মাহফিলে রাব্বীউল হাসানের উপস্থিতি ও বক্তব্য দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক হাসিবুল হক (সানজিদ)। তিনি ফেসবুকে দুটি ছবি সংযুক্ত করে একটি পোস্ট দিয়েছেন। একটি সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমানসহ দলটির জেলার নেতাদের সঙ্গে রাব্বীউল হাসান আছেন। অন্যটিতে গতকাল এনসিপির ইফতার মাহফিলে রাব্বীউল হাসান বক্তব্য দিচ্ছেন।
পোস্টে হাসিবুল হক উল্লেখ করেন, ‘জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির স্বঘোষিত সংগঠকদের নিমন্ত্রণে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, কালাই উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য ও জাসদের সাবেক সংসদ সদস্য রাব্বীউল হাসান মোনেম। .
হাসিবুলের পোস্টে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২১টি মন্তব্য করেছেন বিভিন্ন লোকজন। জান-ই আলম নামের একজন মন্তব্য করেছেন, ‘এবার তো সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছ।’ জুয়েল মণ্ডল নামের আরেকজন লিখেছেন, ‘আওয়ামী দোসরদের শক্ত হাতে দমন করা জরুরি।’
এ বিষয়ে কাজী রাব্বীউল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি দাওয়াত পেয়ে সেখানে যান। নতুন দলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন। রাজনৈতিক দলের মধ্যে যদি সহমর্মিতা না থাকে, তাহলে হানাহানি কমবে না।
জানতে চাইলে হাসিবুল হক প্রথম আলোকে বলেন, রাব্বীউল হাসান আওয়ামী লীগের নেতা। এনসিপির ইফতার মাহফিলে তাঁকে নিমন্ত্রণ করে আনা হয়েছিল। আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করতে ছাত্র-জনতা রক্ত দেয়নি। এটা সাংঘর্ষিক।
জানতে চাইলে এনসিপির জেলার সংগঠক ওমর আলী প্রথম আলোকে বলেন, বিশিষ্ট নাগরিক হিসেবে কাজী রাব্বীউল হাসানকে দাওয়াত করা হয়েছিল। তিনি তাঁদের ইফতার মাহফিলে এসেছিলেন। বক্তব্যও দিয়েছেন। আওয়ামী লীগের কমিটিতে কাজী রাব্বীউল হাসানের নাম নেই। এটা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ব ব উল হ স ন এনস প র সদস য আওয় ম
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
হবিগঞ্জের মাধবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ রোববার মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় একটি কনভেশন সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খাঁন, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী অলিউল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান, চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন প্রমুখ।
সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। গত ১৭ বছরে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্টা করতে আমাদের অনেক কর্মী শহীদ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
প্রসঙ্গত, গত কয়েক দিনে মাধবপুর উপজেলা ও পৌরসভার ১০৮টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছে।