আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলের রাফিনহা
Published: 25th, March 2025 GMT
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনাকে কড়া বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, এই ম্যাচে তারা জয়ী হবেন এবং তিনিই গোল করবেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে। এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে বার্সেলোনা তারকা রাফিনহা বলেন, ‘আমরা তাদের পরাজিত করব.
রাফিনহা আরও বলেন, ‘আমি নিশ্চিত যে আমি গোল করব। আমি আমার সর্বশক্তি দিয়ে খেলব।’ তার এই মন্তব্য ইতোমধ্যে আর্জেন্টিনায় আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো তার বক্তব্যকে ‘হুমকি’ হিসেবে অভিহিত করছে।
সম্প্রতি আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচগুলো উত্তাপ ছড়িয়েছে। ২০২৩ সালের নভেম্বরে মারাকানায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচটি মারামারি ও সংঘর্ষে রূপ নেয়, যেখানে খেলোয়াড়রাও জড়িয়ে পড়েন। সে ঘটনার জেরে ফিফা উভয় ফেডারেশনকে শাস্তিও দিয়েছিল।
তবে রাফিনহার আগ্রাসী বক্তব্যের বিপরীতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ম্যাচটিকে শুধুমাত্র একটি ‘গুরুত্বপূর্ণ ফিক্সচার’ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘মাঠে আমরা যোদ্ধা, তবে মাঠের বাইরে বন্ধু। খেলোয়াড়দের বক্তব্য নিয়ে আমি গভীরে যেতে চাই না, তবে আমি বিষয়টি সম্পর্কে জানি। আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ, তবে এটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিত নয়।’
উৎস: Samakal
কীওয়ার্ড: আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
তারা কি ফিরিবে আর...
‘যারা স্বর্গগত তারা এখনো জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষালোভী
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি’
গানের এই চরণগুলো ভেসে আসছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এই গান শুনে মনে প্রশ্ন জাগে, মোহিনী চৌধুরীর কথাগুলো আজ কেন শহীদ মিনারে।
একটু এগিয়ে গিয়ে দেখা যায়, মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। ২৫ মার্চ কালরাতের শহীদদের স্মরণে গান গাইছেন একদল শিল্পী। গানটি শেষ হতে না হতেই আবারও তাঁরা গেয়ে উঠলেন—
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’
সে সময় তাঁদের চেহারায় মোমবাতির আভা। সেই চেহারায় ফুটে উঠছে নানা দাবি। গোবিন্দ হালদারের গানের কথায় যেন সেই দাবিগুলোই তুলে ধরছিলেন—
‘আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ
বিদ্যুৎ গতি হউক অভিযান
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল’
মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভুলি নাই ভুলি নাই মৃত্যুমিছিল: জেনোসাইড একাত্তর দায়বদ্ধতা প্রজন্ম থেকে প্রজন্মে’ শীর্ষক অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বালন শেষে এভাবেই সব প্রজন্মের কাছে একাত্তরের গণহত্যার ইতিহাস তুলে ধরেন শিল্পীরা। স্মরণ করেছেন কালরাতের শহীদদের।
মোমবাতি প্রজ্বালন ও শহীদ স্মরণের এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মোমবাতি প্রজ্বালনের আগে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ‘আমরা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে আজকের এই আয়োজন করেছি। একই সঙ্গে ২৫ মার্চ কালরাতের নির্মম গণহত্যা আন্তর্জাতিক মহলে স্বীকৃতি লাভের দাবি জানাচ্ছি।’
কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়