উয়েফার এক্সিকিউটিভ কমিটি আগেই জানিয়ে রেখেচ্ছিল ব্যাপারটি। ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইতালি ও জার্মানির মধ্যে বিজয়ী দলটাই আসরের পরের ম্যাচগুলোর আয়োজক হবে। জার্মানি রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ইতালির বিপক্ষে ৩-৩ ড্র করেও ৫-৪ অ্যাগ্রিগেট ব্যবধানে শেষ চার নিশ্চিত করে।

জার্মানিতে দুই সেমিফাইনাল সহ অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণীম্যাচ ও ফাইনাল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারিনা এবং স্টুটগারটের এমএচপি অ্যারেনাতে। জুনের ৪ থেকে ৮ তারিখের মাঝে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। জার্মানি ছাড়াও ন্যাশনস লিগের শেষ চারে জায়গা করেছে পর্তুগাল, ফ্রান্স ও স্পেন।

পর্তুগাল ৫-৩ অ্যাগ্রিগেট ব্যবধানে ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। ফ্রান্স-ক্রোয়েশিয়ার ম্যাচটি দুই লেগ মিলিয়ে ২-২ সমতা শেষ হয়। পরে পেনাল্টিতে ৫-৪ ব্যবধানে জয়লাভ করে কিলিয়ান এমবাপের দল। অন্যদিকে স্পেন ৩-৩ গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করার পর, পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে জয়লাভ করে।

আরো পড়ুন:

শিলিংয়ে লড়াইটা মূলত হামজা বনাম ছেত্রী

টাইব্রেকার জিতে সেমিফাইনালে ফ্রান্স

ন্যাশনস লিগে জার্মানি পর্বের ম্যাচের সময়সূচি:

সেমিফাইনাল
৪ জুন- জার্মানি বনাম পর্তুগাল (অ্যালিয়েঞ্জ অ্যারেনা)
৫ জুন- স্পেন বনাম ফ্রান্স (এমএইচপি অ্যারেনা)

তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ
৮ জুন- সেমিফাইনালে পরাজিত দুই দল (এমএইচপি অ্যারেনা)

ফাইনাল 
৮ জুন- জার্মানি/পর্তুগাল বনাম স্পেন/ফ্রান্স (অ্যালিয়েঞ্জ অ্যারেনা)

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ন য শনস ল গ স ম ফ ইন ল পর ত গ ল ব যবধ ন

এছাড়াও পড়ুন:

ন্যাশনস লিগ সেমিফাইনাল ও ফাইনাল কখন, কোথায়?

উয়েফার এক্সিকিউটিভ কমিটি আগেই জানিয়ে রেখেচ্ছিল ব্যাপারটি। ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইতালি ও জার্মানির মধ্যে বিজয়ী দলটাই আসরের পরের ম্যাচগুলোর আয়োজক হবে। জার্মানি রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ইতালির বিপক্ষে ৩-৩ ড্র করেও ৫-৪ অ্যাগ্রিগেট ব্যবধানে শেষ চার নিশ্চিত করে।

জার্মানিতে দুই সেমিফাইনাল সহ অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণীম্যাচ ও ফাইনাল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারিনা এবং স্টুটগারটের এমএচপি অ্যারেনাতে। জুনের ৪ থেকে ৮ তারিখের মাঝে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। জার্মানি ছাড়াও ন্যাশনস লিগের শেষ চারে জায়গা করেছে পর্তুগাল, ফ্রান্স ও স্পেন।

পর্তুগাল ৫-৩ অ্যাগ্রিগেট ব্যবধানে ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। ফ্রান্স-ক্রোয়েশিয়ার ম্যাচটি দুই লেগ মিলিয়ে ২-২ সমতা শেষ হয়। পরে পেনাল্টিতে ৫-৪ ব্যবধানে জয়লাভ করে কিলিয়ান এমবাপের দল। অন্যদিকে স্পেন ৩-৩ গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করার পর, পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে জয়লাভ করে।

আরো পড়ুন:

শিলিংয়ে লড়াইটা মূলত হামজা বনাম ছেত্রী

টাইব্রেকার জিতে সেমিফাইনালে ফ্রান্স

ন্যাশনস লিগে জার্মানি পর্বের ম্যাচের সময়সূচি:

সেমিফাইনাল
৪ জুন- জার্মানি বনাম পর্তুগাল (অ্যালিয়েঞ্জ অ্যারেনা)
৫ জুন- স্পেন বনাম ফ্রান্স (এমএইচপি অ্যারেনা)

তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ
৮ জুন- সেমিফাইনালে পরাজিত দুই দল (এমএইচপি অ্যারেনা)

ফাইনাল 
৮ জুন- জার্মানি/পর্তুগাল বনাম স্পেন/ফ্রান্স (অ্যালিয়েঞ্জ অ্যারেনা)

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ