ভিডিও বিশ্লেষণ করে তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ জানাবে জেমিনি চ্যাটবট
Published: 25th, March 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেমিনি চ্যাটবটে রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা চালু করছে গুগল। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী জেমিনি চ্যাটবটের নতুন ইন্টারফেস কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘শেয়ার স্ক্রিন উইথ লাইভ’ নামের একটি নতুন অপশন জেমিনি লাইভের ‘আস্ক অ্যাবাউট স্ক্রিন’ অপশনের ওপরে যুক্ত করা হয়েছে। নতুন এই অপশনের মাধ্যমে রিয়েল-টাইম ক্যামেরা ফিড পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ পাওয়া যাচ্ছে। প্রচারণামূলক এক ভিডিওতে জেমিনি চ্যাটবটের রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধার বিভিন্ন দিক প্রকাশও করেছে গুগল।
জেমিনি চ্যাটবটের রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধার ইন্টারফেসে ফোনকলের মতো নোটিফিকেশন সিস্টেম এবং কমপ্যাক্ট ফুল স্ক্রিন ভিউ যুক্ত করা হয়েছে। গুগল জানিয়েছে, শুরুতে পিক্সেল এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।
সম্প্রতি জেমিনি চ্যাটবটে ‘ক্যানভাস’ ও ‘অডিও ওভারভিউ’ নামের দুটি সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও সহজে গবেষণা, কনটেন্ট ও সফটওয়্যার তৈরিসহ দলগতভাবে বিভিন্ন কাজ করা যায়। রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা চালু হলে জেমিনি চ্যাটবটের জনপ্রিয়তা আরও বাড়বে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য টবট র
এছাড়াও পড়ুন:
‘আমার বয়সী অভিনেতাদের অপশন কম’
অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে কমেডি সিরিজ ‘দুপাহিয়া’। কমেডির মোড়কে নানা সামাজিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন পরিচালক সোনম নায়ার। সিরিজে অন্যতম মূল চরিত্রে দেখা গেছে গজরাজ রাওকে। চিত্রনাট্য পড়েই তিনি সিরিজটি করতে আগ্রহী হয়েছিলেন বলে জানান। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে আলাপচারিতার সময় গজরাজ রাও বলেন, ‘প্রিয়দর্শন আর সুরজ বরজাতিয়া যদি এক হন, তাহলে যে রকম অনুভূতি হবে, এই সিরিজের কাহিনি শুনে আমার এমনই অনুভূতি হয়েছিল। খুব কম ক্ষেত্রে হয়েছে যে চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গে প্রকল্পটি করতে উৎসাহী হয়েছি। “দুপাহিয়া”র ক্ষেত্রে তা–ই হয়েছিল।’
‘দুপাহিয়া' সিরিজের পোস্টার। আইএমডিবি