রাজশাহীতে জমি মাপা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে হাঁসুয়ার কোপে ভগ্নিপতি নিহত হওয়ার ঘটনায় শ্যালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে নগরের এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আমিনুল ইসলাম ওরফে মিন্টু (৩৮)। তিনি শাহমখদুম থানার ভূগরইল এলাকার আবদুস সাত্তারের ছেলে। আজ মঙ্গলবার সকালে তাঁকে শাহমখদুম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে শাহমখদুম থানায় হত্যা মামলা রয়েছে।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে নগরের শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় ভগ্নিপতি রুহুল আমিনকে (৪০) হাঁসুয়া দিয়ে কোপ দেন আমিনুল ইসলাম। সেদিন বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রুহুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সেদিনই আমিনুলকে প্রধান আসামি করে রুহুল আমিনের বাবা মামলা করেন।

আমিনুলকে গ্রেপ্তার করার পর আজ মঙ্গলবার সকালে র‍্যাব–৫–এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গত শনিবার সকালে নিহত রুহুল আমিনের (৩৮) স্ত্রী শারমিন সুলতানার পৈতৃক সূত্রে পাওয়া জমিজমা ভাগাভাগিকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে এজাহারনামীয় ২ নম্বর আসামি মো.

এনামুল (৫৫) রুহুল আমিনকে কিলঘুষি মারেন। এ সময় রুহুল আমিনকে শ্যালক আমিনুল হাঁসুয়া দিয়ে গলায় কোপ দেন। রুহুল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ হমখদ ম থ ন র হ ল আম ন আম ন ল

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে ভগ্নিপতিকে হত্যায় সম্বন্ধি গ্রেপ্তার

রাজশাহীতে ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে মিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে র‌্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। 

আরো পড়ুন:

মাদারীপুরে শ্রমিকদল সভাপতিকে হত্যা, বিচার দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইলে মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যা

র‌্যাব জানায়, গত শনিবার (২২ মার্চ) পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির সময় আমিনুল তার বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন সম্বন্ধি আমিনুল। পরে হাসপাতালে নেওয়া হলে রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রুহুল আমিনের বাবা বাদী হয়ে মামলা করেন।

হত্যাকাণ্ডের পর থেকে আমিনুল ইসলাম পলাতক ছিলেন। র‌্যাব ছায়া তদন্ত করছিল। আমিনুলের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব সোমবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তারও করে। আসামিকে শাহমখদুম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহীতে ভগ্নিপতিকে হত্যায় সম্বন্ধি গ্রেপ্তার