বাংলাদেশ-ভারত ফুটবল পরিসংখ্যান: কেমন ছিল অতীত লড়াই?
Published: 25th, March 2025 GMT
এশিয়ান কাপ কোয়ালিফায়িং রাউন্ডে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহরু পোলো গ্রাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারত দীর্ঘদিন ধরেই শক্তিশালী দল। ফিফা র্যাংকিংয়ে ভারত বর্তমানে ১২৬তম এবং এশিয়ান ফুটবলে তাদের অবস্থান ২২তম। অন্যদিকে, বাংলাদেশ রয়েছে ফিফা র্যাংকিংয়ে ১৮৫তম এবং এশিয়ার তালিকায় ৩৯তম স্থানে।
পরিসংখ্যানে স্পষ্টভাবে এগিয়ে ভারত। দুই দল এখন পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে, ভারতের জয় ১৩টিতে, আর ১২টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২২ বছর পার হয়ে গেলেও লাল-সবুজরা আর ভারতকে হারাতে পারেনি। তবে সাম্প্রতিক ম্যাচগুলোর পরিসংখ্যান প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। শেষ পাঁচ লড়াইয়ের চারটি ড্র হয়েছে এবং ভারত একটিতে ২-০ গোলে জয় পেয়েছে।
সাম্প্রতিক পাঁচ ম্যাচের ফলাফল:
- ২০২১ এশিয়ান কাপ বাছাইপর্ব: ভারত ২-০ বাংলাদেশ
- ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত ১-১ বাংলাদেশ
- ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্ব: ভারত ১-১ বাংলাদেশ
- ২০১৪ ফিফা প্রীতি ম্যাচ: ভারত ১-১ বাংলাদেশ
- ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত ১-১ বাংলাদেশ
বাংলাদেশ দলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো একসঙ্গে চার প্রবাসী ফুটবলার খেলছেন- ডেনমার্কের জামাল ভূঁইয়া, ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী, কানাডার সৈয়দ শাহ কাজেম এবং ইংল্যান্ডের হামজা চৌধুরী।
অন্যদিকে, ভারতও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে। ৪০ বছর বয়সী কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরেছেন এবং তার রেকর্ড বাংলাদেশের বিপক্ষে চমকপ্রদ। ভারতের শেষ ছয় গোলের মধ্যে পাঁচটিই এসেছে তার পা থেকে। এখন দেখার বিষয়, পরিসংখ্যানের এই ব্যবধান পেরিয়ে বাংলাদেশ কতটা লড়াই করতে পারে!
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর স খ য ন ফ টবল
এছাড়াও পড়ুন:
বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদ ‘প্রয়োজনীয়’ ছিল: সাক্ষাৎকারে মেলিন্ডা
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। তিনি তাঁদের এই বিচ্ছেদকে ‘প্রয়োজনীয়’ ছিল বলে মন্তব্য করেছেন।
সাবেক ধনকুবের ব্যবসায়ী স্বামী বিল গেটসের একটি মন্তব্যের কয়েক সপ্তাহ পর মেলিন্ডা ফেঞ্চ এই প্রথম মুখ খুললেন। ওই মন্তব্যে বিল গেটস তাঁদের এই বিচ্ছেদকে তাঁর জীবনের সবচেয়ে বড় অনুতাপের বিষয় বলে মন্তব্য করেছিলেন।
দ্য টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে মেলিন্ডা গেটস এ কথা করেন। ওই সাক্ষাৎকার গত রোববার প্রকাশিত হয়। সেখানে বিল গেটসের মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এমন কিছু, যা ‘প্রয়োজনীয়’ ছিল।
মেলিন্ডা ফেঞ্চ বলেন, ‘আপনি যদি আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে নিজের মূল্যবোধ নিয়ে বেঁচে থাকতে না পারেন, তাহলে সেটা ছেড়ে যাওয়াই প্রয়োজনীয় ছিল।’
অবশ্য মেলিন্ডা মানবহিতৈষী তাঁর সাবেক স্বামী বিল গেটসের মন্তব্য সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলেননি। তবে তিনি যোগ করেন, ‘আমি আসলে জানি না, তিনি ওই বক্তব্য দিয়ে ঠিক কী বোঝাতে চেয়েছেন। সুতরাং তাঁর বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করছি না।’
মেলিন্ডা ফ্রেঞ্চ বলেন, ‘তাঁর নিজের জীবন আছে, আমার নিজের জীবন আছে। আমি এখন অনেক সুখী।’
মেলিন্ডা গেটস আরও বলেন, এই বিচ্ছেদ তাঁর ওপর আবেগপূর্ণ গভীর প্রভাব ফেলেছিল। তাঁদের আলাদা থাকা অবস্থায় তিনি ‘প্যানিক অ্যাটাক’–এর শিকারও হয়েছেন।
বিল গেটসের সাবেক স্ত্রী বলেন, একটা বিবাহবিচ্ছেদ খুবই কঠিন। আর আলোচনা-সমঝোতাও খুব কঠিন।’
মেলিন্ডা বলেন, ২০১৪ সালে বিল গেটসের সঙ্গে এক মধ্যাহ্নভোজের সময় তিনি প্রথম ‘প্যানিক অ্যাটাক’ অনুভব করেন। তার পর থেকেই তিনি থেরাপিস্টের কাছে যাওয়া শুরু করেন। তখনো তাঁরা স্বামী–স্ত্রী হিসেবে একসঙ্গে ছিলেন।
শুরুর দিকে মেলিন্ডা থেরাপি নিয়ে সন্দিহান থাকলেও পরে এর উপকারিতা বুঝতে পারেন। তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে আমি ভেঙে পড়েছি। এর অর্থ, আমি কঠিন বিষয়ের মধ্য দিয়ে গেছি, যেগুলো নিয়ে আমাকে বোঝাপড়া করতে হয়েছে।’
গত ফেব্রুয়ারিতে এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে নিজের নতুন বই ‘সোর্স কোর্ড’ নিয়ে কথা বলতে গেলে বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি এই বিবাহবিচ্ছেদকে নিজের ‘সবচেয়ে বড় অনুশোচনা’ বলে মনে করছেন।
জবাবে বিল বলেছিলেন, ‘বিবাহবিচ্ছেদটা ভালো কিছু ছিল না। কিন্তু আমাদের তিনটি সন্তান, আমরা একসঙ্গে যেসব কাজ করতে পেরেছি—এমনকি আমি যদি জানতাম যে এই সংসার চিরস্থায়ী হবে না, তবু আমি আবারও সেটাই করব।’
বিল গেটস ও মেলিন্ডা গেটস ২০২১ সালে ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন। তাঁদের তিন সন্তান রয়েছে—ফিবি গেটস (২২), ররি গেটস (২৫) ও জেনিফার গেটস নাসার (২৮)।