বাংলাদেশ-ভারত ফুটবল পরিসংখ্যান: কেমন ছিল অতীত লড়াই?
Published: 25th, March 2025 GMT
এশিয়ান কাপ কোয়ালিফায়িং রাউন্ডে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহরু পোলো গ্রাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারত দীর্ঘদিন ধরেই শক্তিশালী দল। ফিফা র্যাংকিংয়ে ভারত বর্তমানে ১২৬তম এবং এশিয়ান ফুটবলে তাদের অবস্থান ২২তম। অন্যদিকে, বাংলাদেশ রয়েছে ফিফা র্যাংকিংয়ে ১৮৫তম এবং এশিয়ার তালিকায় ৩৯তম স্থানে।
পরিসংখ্যানে স্পষ্টভাবে এগিয়ে ভারত। দুই দল এখন পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে, ভারতের জয় ১৩টিতে, আর ১২টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২২ বছর পার হয়ে গেলেও লাল-সবুজরা আর ভারতকে হারাতে পারেনি। তবে সাম্প্রতিক ম্যাচগুলোর পরিসংখ্যান প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। শেষ পাঁচ লড়াইয়ের চারটি ড্র হয়েছে এবং ভারত একটিতে ২-০ গোলে জয় পেয়েছে।
সাম্প্রতিক পাঁচ ম্যাচের ফলাফল:
- ২০২১ এশিয়ান কাপ বাছাইপর্ব: ভারত ২-০ বাংলাদেশ
- ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত ১-১ বাংলাদেশ
- ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্ব: ভারত ১-১ বাংলাদেশ
- ২০১৪ ফিফা প্রীতি ম্যাচ: ভারত ১-১ বাংলাদেশ
- ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত ১-১ বাংলাদেশ
বাংলাদেশ দলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো একসঙ্গে চার প্রবাসী ফুটবলার খেলছেন- ডেনমার্কের জামাল ভূঁইয়া, ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী, কানাডার সৈয়দ শাহ কাজেম এবং ইংল্যান্ডের হামজা চৌধুরী।
অন্যদিকে, ভারতও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে। ৪০ বছর বয়সী কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরেছেন এবং তার রেকর্ড বাংলাদেশের বিপক্ষে চমকপ্রদ। ভারতের শেষ ছয় গোলের মধ্যে পাঁচটিই এসেছে তার পা থেকে। এখন দেখার বিষয়, পরিসংখ্যানের এই ব্যবধান পেরিয়ে বাংলাদেশ কতটা লড়াই করতে পারে!
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর স খ য ন ফ টবল
এছাড়াও পড়ুন:
নাসির-তামিমার মামলায় সাক্ষ্য পেছালো
অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামি ১৬ জুন ধার্য করেছেন আদালত।
রবিবার (২৩ মার্চ) মামলাটিতে তদন্ত কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমানকে জেরার দিন ধার্য ছিল। তবে এদিন তদন্ত কর্মকর্তা আদালতে আসেননি।
এজন্য ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ১৬ জুন জেরার পরবর্তী তারিখ ঠিক করেন।
আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম কিরণ জানান, এদিন তদন্ত কর্মকর্তাকে জেরার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে আসেননি। এজন্য জেরা হয়নি। আগামি ১৬ জুন পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
এদিকে এদিন নাসির হোসাইন আদালতে হাজিরা দেন। তবে তামিমা কর্মস্থল সৌদিয়া এয়ার লাইন্সে থাকায় এবং ছুটি না পাওয়ায় আদালতে হাজির হতে পারেননি। তারপক্ষে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করেন।
গত বছরের ২৪ জুন মিজানুর রহমান খান সাক্ষ্য দেওয়া শুরু করেন।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। এরপর ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন। ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে এ মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।
ঢাকা/মামুন/টিপু