লক্ষ্মীপুরের রামগতি থানায় এক গৃহবধূ (২৩) তার ননদের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দিয়েছেন । এ ঘটনায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাতে রামগতি থানায় লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। এরআগে ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আরও ৪ জনের সহযোগীতায় ননদের স্বামী মো. জামাল তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযুক্ত জামাল উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচার গ্রামের শফি আলমের ছেলে। ভূক্তভোগী গৃহবধূ একই গ্রামের বাসিন্দা।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে জানানো হয়, জামাল দীর্ঘদিন তার শ্যালকের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানায়। এ ঘটনায় সালিসি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু জামাল কারো কথা শোনে না। উল্টো গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া অব্যাহত রাখে। সবশেষ ঘটনার সময় প্রাকৃতিক ডাকে সাড়া ঘর থেকে বের হলে জামাল ও তার ৪ সহযোগী গৃহবধূ হাত মুখ চোখ বেঁধে ফেলে। একপর্যায়ে জামাল তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “ধর্ষণের ঘটনায় ভূক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করা হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৫ মার্চ) ভূক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।”

ঢাকা/লিটন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ হবধ

এছাড়াও পড়ুন:

হাতি মৃত্যুর মামলায় দোকানি জেলে, চাপা কান্না পরিবারে

‘এই জমির জন্য আমার সোয়ামি (স্বামী) মরে গেছে, নিজে পঙ্গু হইছি, আত্তির (হাতি) মুখ থেইকা ফসল বাঁচাইতে গিয়ে পুলা (ছেলে) এখন জেলে।’ এভাবেই নিজের ক্ষেতে বুক চাপড়ে আহাজারি করে কথাগুলো বলেছেন বৃদ্ধা জুলেখা বেগম।
নালিতাবাড়ী সীমান্তের পূর্ব সমশ্চুড়া এলাকায় বসবাস করেন জুলেখা বেগম। তাঁর সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। ছেলেমেয়ে সবাই বিবাহিত। স্বামীর রেখে যাওয়া দুই একর আবাদি জমি রয়েছে। বনের জমিতে বাড়ি করে ছেলেদের নিয়ে কোনোমতে বসবাস করছেন।
জমির ফসল ও ছেলেদের উপার্জন থেকে কোনোরকম একটি মাটির ঘরে দিনাতিপাত করেন এই বৃদ্ধা। গত বৃহস্পতিবার রাতে তাঁর জমির পাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর বড় ছেলে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আটক কৃষকসহ তিনজনের বিরুদ্ধে বন্যহাতি হত্যার অভিযোগে থানায় মামলা করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বন বিভাগের মামলায় জেল খাটছেন জিয়াউর রহমান।
স্থানীয়রা জানান, পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম-সংলগ্ন এলাকার ময়েজ উদ্দিনের ছেলে জিয়াউর রহমান। ময়েজ উদ্দিন ধারদেনা করে নিজের নামে গুচ্ছগ্রাম-সংলগ্ন পাহাড়ের ঢালে দুই একর জমি কেনেন। জমির ফসলে সংসার ভালোই চলছিল। ২০১৬ সালের একদিন ওই জমিতে ধানের চারা রোপণ করতে গেলে স্থানীয় একজনের সঙ্গে ঝগড়া বাধে ময়েজ উদ্দিনের। এক পর্যায়ে পিটিয়ে হত্যা করা হয় ময়েজকে। এ অবস্থায় সংসারের হাল ধরেন জিয়াউর রহমান। সম্প্রতি মধুটিলা ইকোপার্ক-সংলগ্ন সীমান্ত সড়কে একটি দোকান ঘর নির্মাণ করেন তিনি। দোকানের আয় ও বাবার রেখে যাওয়া জমির ফসল থেকে দুই সন্তানের পড়াশোনা ও সংসার খরচ চলে যেত। এখন উপার্জনক্ষম ব্যক্তি জেলে থাকায় মানবেতর দিন 
কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। হাতি মৃত্যুর মামলায় জেলে থাকায় স্বামীকে কিভাবে মুক্ত করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না স্ত্রী রেখা খাতুন।
এলাকাবাসী জানান, ধান পাকার মৌসুম এলেই সীমান্তজুড়ে হাতির উপদ্রব শুরু হয়। দেড় সপ্তাহ ধরে ২০-২৫টি বন্য হাতি গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে অবস্থান করলেও সন্ধ্যা নামার পর হাতির পাল দল বেঁধে ধানক্ষেতে, লোকালয়ে নেমে আসে। গত বৃহস্পতিবার রাতেও পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম-সংলগ্ন পাহাড়ের ঢালে থাকা কৃষক জিয়াউর রহমানের বোরো ক্ষেতে হানা দেয় বন্যহাতির পাল। এ সময় একটি মাঝ বয়সী পুরুষ হাতি ওই ক্ষেতের পাশে দেওয়া বৈদ্যুতিক জিআই তারে আটকে ঘটনাস্থলেই মারা যায়।
জিয়াউর রহমানের বোন মর্জিনা খাতুন বলেন, ‘এই জমি রক্ষা করতে গিয়ে মাইনসের (মানুষের) হাতে বাবা প্রাণ হারিয়েছেন। এখন ফসল বাঁচাতে গিয়ে হাতি মৃত্যুর মামলায় ভাই জেলে।’ আক্ষেপ করে জানান, হাতির জন্য কোনো বছরই ফসল ঘরে তোলা যায় না। তাই তাঁর ভাই ক্ষেতের পাশে বিদ্যুতের তার দিয়েছিল, যেন হাতির পাল কষ্টের ফসল নষ্ট করতে না পারে। তিনি বলেন, ‘বছর বছর যদি আত্তি ফসল খেয়ে যায়, তাহলে বাঁচমু কেমনে।’
স্থানীয় যুবক স্যামুয়েল চাম্বুগং জানান, সন্ধ্যার পর পরই হাতির পাল হাঁক-ডাক শুরু করে। সীমান্তের কৃষকের গলার কাঁটা এই হাতি।
শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খানের ভাষ্য, জেনারেটরের 
বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমান জিয়া নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ