ওএমএস চালু করতে যাচ্ছে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট
Published: 25th, March 2025 GMT
নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা দিতে এই ওএমএস সেবাটি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৪ মার্চ) মতিঝিল বিএসসি টাওয়ারে অবস্থিত ব্যাংকটির বোর্ড রুমে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকদের ডিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এরফলে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসির উদ্দিন এবং কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.
ঢাকা/এনটি/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উপজেলা পর্যায়ে খোলাবাজারে চালের বরাদ্দ বাড়াচ্ছে সরকার
উপজেলা পর্যায়ে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে খোলাবাজারে (ওএমএস) খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার। এখন থেকে প্রতি উপজেলায় ৩ টন চালের পরিবর্তে ৪ টন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪০১ একটি উপজেলায় খোলাবাজারে খাদ্যসহায়তা দেওয়া হয়। আগে উপজেলাপ্রতি বরাদ্দ ছিল ৩ টন। এখন থেকে সেটা ৪ টনে উন্নীত করা হবে। খোলাবাজারে প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করছে সরকার।
তবে পার্বত্য অঞ্চলের ৩ জেলার ২৩টি উপজেলায় প্রতিদিন ১ টন চাল বিক্রি করা হচ্ছে। সারা দেশে ১ হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক ও দোকানের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকা ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার ১ হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চলমান আছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।