রাজশাহীতে ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে মিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে র‌্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। 

আরো পড়ুন:

মাদারীপুরে শ্রমিকদল সভাপতিকে হত্যা, বিচার দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইলে মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যা

র‌্যাব জানায়, গত শনিবার (২২ মার্চ) পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির সময় আমিনুল তার বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন সম্বন্ধি আমিনুল। পরে হাসপাতালে নেওয়া হলে রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রুহুল আমিনের বাবা বাদী হয়ে মামলা করেন।

হত্যাকাণ্ডের পর থেকে আমিনুল ইসলাম পলাতক ছিলেন। র‌্যাব ছায়া তদন্ত করছিল। আমিনুলের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব সোমবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তারও করে। আসামিকে শাহমখদুম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/কেয়া/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য র হ ল আম ন আম ন ল

এছাড়াও পড়ুন:

হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

রাজধানীর হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম রুহুল আমিন তাসিন (২৫)। তিনি নিউমার্কেট এলাকার একটি দোকানে কাজ করতেন। আহত ব্যক্তিরা হলেন মো. ফারুক (২৪) ও আসিক (২৪)। তাঁরাও দোকানকর্মী।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন বলেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে হাজারীবাগ এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

মোটরসাইকেল চালাচ্ছিলেন রুহুল আমিন। পথে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে তাঁরা তিনজন রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রুহুল আমিনের মৃত্যু হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে; তবে চালক পালিয়ে গেছেন।  

এসআই আরও জানান, রুহুল আমিনের বাড়ি মাদারীপুর সদরে। বাবার নাম চান মিয়া। তিনি কামরাঙ্গীরচরের মাতবর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সম্পর্কিত নিবন্ধ