সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন সংলগ্ন তেইশের ছিলা এলাকায় লাগা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৪৮ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার (২৫ মার্চ) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

সুন্দরবনের আগুন নির্বাপনের কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের খুলনা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার সমা আরিফুল হক এ তথ্য জানান। 

তিনি বলেন, “রাতে নদীতে জোয়ার আসার সঙ্গে সঙ্গে আমরা আগুন লাগার স্থানে পানি ছিটানো শুরু করি। রাত সাড়ে ৩টা পর্যন্ত আমরা পানি ছিটিয়েছি। রাতে আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, বনের কোথাও আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি। এখনো আমাদের সদস্যরা বনের ভেতরে রয়েছে, তারা সর্বশেষ পর্যবেক্ষণ করছেন। বন বিভাগের লোকজনও পর্যবেক্ষণ শুরু করেছে। পর্যবেক্ষণ শেষে বন বিভাগের পক্ষ থেকে আগুন নির্বাপন হয়েছে বলে ঘোষণা দেওয়া হবে।”

আরো পড়ুন:

সুন্দরবনের আগুন নেভাতে জোয়ারের অপেক্ষা

সুন্দরবনে আগুনের তীব্রতা কমলেও নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ

ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর রায় বলেন, “রাতভর আমরা সবাই মিলে কাজ করেছি। এখন সর্বশেষ পর্যবেক্ষণ চলছে। আজ সকাল থেকে কোথাও আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি। আশা করি, অগ্নি নির্বাপন সম্পন্ন হয়েছে। আমরা তল্লাশি চালাচ্ছি, সর্বশেষ ড্রোন ক্যামেরা দিয়ে তল্লাশি করা হবে।”

গেল শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী বন টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে। রবিবার সকালে সেই আগুন নেভানো হয়। সুপ্ত আগুন ও ধোয়ার কুন্ডলী খুঁজতে বন বিভাগ ড্রোন ব্যবহার করে। তখন কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশের ছিলা নামক স্থানে আগুনের খবর পায় বনবিভাগ।

তাৎক্ষনিকভাবে বনবিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, ভিটিআরটি, সিপিজি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে এজন্য তারা ফায়ার লাইন তৈরি করেন। আগুনের স্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা নদীতে পাম্প বসিয়ে, রাতেই পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বনবিভাগ। 

ভোলা নদীতে পানি কম থাকা এবং ভাটার সময় শুকিয়ে যাওয়ায় নিরবিচ্ছন্নভাবে পানি ছেটাতে পারেনি ফায়ার ফাইটাররা। এরপর ভোলা নদীতে জোয়ার এলে আবারো অগ্নিনির্বাপন কাজ শুরু হয়। রাতেও চলে আগুন নেভানোর কাজ। এখন চলছে সর্বশেষ পর্যবেক্ষণ।

ঢাকা/শহিদুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন দরবন আগ ন স ন দরবন বন ব ভ গ

এছাড়াও পড়ুন:

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে 

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি সংলগ্ন বনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সকালে বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা বপুলেশ্বর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে চলে গেলেও শনিবার রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে আগুনে পানি দেওয়া হয়। বনরক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

রোববার সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। নিয়ন্ত্রণে আসা আবারও আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা যাচাই করছেন বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। 

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি সংলগ্ন বনে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। দুপুরের দিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে বনের মধ্যে প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফায়ার লাইন (শুকনো পাতা, মাটি সরিয়ে নালা) তৈরি করে। রাত হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অভিযান শেষ করে চলে যান। তবে, বন বিভাগ নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর কাজ করে। বন বিভাগের সঙ্গে যোগ দেন অর্ধশতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক।

সম্পর্কিত নিবন্ধ

  • সুন্দরবনের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, চলছে সবশেষ তল্লাশি
  • ৪৮ ঘণ্টা পর সুন্দরবনের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, চলছে সর্বশেষ তল্লাশি
  • সুন্দরবনে আগুন, পানি ছিটাতে জোয়ারের অপেক্ষা
  • সুন্দরবনে নতুন এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাটা হচ্ছে ফায়ারলাইন
  • সুন্দরবনের নতুন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী
  • রাতভর চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, নতুন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী
  • সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে
  • সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
  • সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে