আয়োজন করে করা হয়েছে গরু জবাই। মাংস কাটা, ভুঁড়ি পরিষ্কার, ভাগ–বাঁটোয়ারাও করা হয়েছে। সমস্যা হলো, গরু জবাই ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে হাসপাতাল ভবনের সামনে। এতে হাসপাতালটিতে সেবা নিতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন রোগীরা। ভুক্তভোগীদের কয়েকজন এ নিয়ে আপত্তির কথা জানিয়েছেন।

গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং ১০০ শয্যার মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ঘটে এ ঘটনা। আওরঙ্গজেব রোড ও তাজমহল রোডের মাঝামাঝি হাসপাতালটির অবস্থান। প্রধান ফটক দিয়ে ঢুকতেই ছয়তলা যে হাসপাতাল ভবন দেখা যায়, সেটির সামনেই এ গরু জবাই করা হয়। কাজ শেষে প্লাস্টিকের নল দিয়ে রক্ত পরিষ্কার করা হলে পানির সঙ্গে রক্ত ভবনের গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। এ সময় রোগী ও তাঁদের স্বজনদের মুখে কাপড় চেপে তটস্থ ভঙ্গিতে ভবনটিতে ঢুকতে দেখা যায়।

গরু জবাই, মাংস কাটা ও বণ্টনের পর প্লাস্টিকের নল দিয়ে করা হয় রক্ত ধোয়ার কাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চ্যাটজিপিটিতে নতুন সুবিধা

যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবিও তৈরি করে দেয় চ্যাটজিপিটি। আর তাই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে চ্যাটজিপিটির সহায়তায় বিভিন্ন বিষয়ের কৃত্রিম ছবি তৈরি করেন অনেকেই। ব্যবহারকারীদের তৈরি এআই ছবিগুলো এক জায়গায় সংরক্ষণ ও সহজে খুঁজে পাওয়ার সুযোগ দিতে লাইব্রেরি–সুবিধা চালু করেছে চ্যাটজিপিটি।

নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের তৈরি এআই ছবিগুলো এক জায়গায় দেখতে ও সংরক্ষণ করতে পারবেন। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি প্লাস ও প্রো সংস্করণের পাশাপাশি বিনা মূল্যের সংস্করণেও নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে চ্যাটজিপিটির অ্যাপ ও ওয়েব সংস্করণের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

আরও পড়ুনবয়স বাড়লে চেহারায় আসবে কতটা পরিবর্তন, চ্যাটজিপিটিতে যেভাবে দেখা যায়১৩ এপ্রিল ২০২৫

এক ভিডিও বার্তায় নতুন এ সুবিধার কার্যকারিতা তুলে ধরেছে ওপেনএআই। ভিডিওতে দেখা যায়, চ্যাটজিপিটির সাইডবারে ‘লাইব্রেরি’ নামের একটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। সেখানে ক্লিক করলেই গ্রিড আকারে নির্দিষ্ট ব্যবহারকারীর তৈরি সব ছবি দেখা যাচ্ছে। এ ছাড়া পর্দার নিচের দিকে একটি বোতাম রয়েছে, যার মাধ্যমে সরাসরি নতুন ছবি তৈরির অপশন চালু করা যাবে। ওপেনএআই জানিয়েছে, খুব শিগগির ওয়েব সংস্করণেও এ সুবিধা চালু করা হবে।

আরও পড়ুনচ্যাটজিপিটির তথ্য সংগ্রহ বন্ধ করবেন যেভাবে২১ সেপ্টেম্বর ২০২৪

নিজেদের তৈরি এআই ছবিগুলো এক জায়গায় সংরক্ষণ ও সহজে খুঁজে পাওয়ার সুবিধা চালু হওয়ায় চ্যাটজিপিটির মাধ্যমে সৃজনশীল কাজ বর্তমানের তুলনায় আরও সহজে করা যাবে। এর ফলে চ্যাটজিপিটিতে নিয়মিতভাবে ছবি তৈরি করা ব্যবহারকারীরা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য ভার্জ

সম্পর্কিত নিবন্ধ