সাভারে চলন্তবাসে ছিনতাইয়ের অভিযোগ, আটক ৩
Published: 25th, March 2025 GMT
ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে চলন্তবাসে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ফটক এবং সিএন্ডবি এলাকার মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটে। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত একজন চিকিৎসা নিয়েছেন।
আটককৃতরা হলেন- শুভযাত্রা বাসের চালক আলী হোসেন, সহকারী মো.
আরো পড়ুন:
ওসমানী মেডিকেল
সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ হামলা, আহত ৩
মুক্তিপণসহ আটক আরএমপির ৫ পুলিশ বরখাস্ত
যাত্রীরা জানান, সাভারের সিটি সেন্টার এলাকা থেকে চার ব্যক্তি বাসটিতে ওঠেন। বাসটি সিএন্ডবি এলাকায় পৌঁছালে ওই ব্যক্তিরা বাসের লাইট বন্ধ করে দিয়ে যাত্রী রবিউল হায়দারকে ছুরি দেখান এবং কাছে যতটাকা আছে তা দিতে বলেন। রবিউল টাকা বের করলে তারা সব টাকা ছিনিয়ে নেয় এবং রবিউলের হাতে ছুরিকাঘাত করে। পরে ওই ব্যক্তিরা আরো কয়েকজনের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যান।
ঘটনার পর বাসটি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী ও যাত্রীরা বাসটি আটক করেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাসের চালক ও সহকারীদের জিজ্ঞাসাবাদ করে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করেন।
ভুক্তভোগী রবিউল হায়দার বলেন, “আমি সাভারের গেণ্ডা এলাকা থেকে বাসে উঠি। ছিনতাইকারীরা বাসে উঠে সরাসরি আমার কাছে এসে ছুরি দেখায় এবং বলে যা টাকা আছে দে। আমি টাকা বের করতে করতে তারা আমার পকেটে হাত দিয়ে ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার হাতের বাহুতে ছুরিকাঘাত করে। আমি বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিয়েছি।”
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা যাত্রীদের টাকা এবং মোবাইল ফোন নিয়ে গেছে। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ বাসের হেলপার ও চালকসহ তিনজনকে আটক করেছে। একইসঙ্গে ছুরিকাঘাতে আহত এক ভুক্তভোগীর জবানবন্দি নিয়েছে। আশা করি, তদন্ত করে দ্রুত ছিনতাইকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।”
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, “ঘটনাটি সাভার মডেল থানা এলাকার। এ কারণে বাসটি সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/সাব্বির/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই আটক অভ য গ
এছাড়াও পড়ুন:
ভক্তের মুখের ওপর উদ্যাপন করতে চান রোনালদো
নিজের ‘আইডল’ বা আদর্শের সামনে গোল করে তাঁর মতো করে উদ্যাপন নিশ্চিতভাবে দারুণ কিছু। কদিন আগে তেমনই এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন রাসমুস হয়লুন্দ।
নেশনস লিগে পর্তুগাল–ডেনমার্কের শেষ আটের ম্যাচে গোল করার পর রোনালদোর সামনেই তাঁর মতো করে ‘সিউ’ উদ্যাপন করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ তারকা রাসমুস হয়লুন্দ।
সেদিনের পর থেকে হয়লুন্দের উদ্যাপন নিয়ে চলছে নানা আলোচনা। হয়লুন্দ অবশ্য বলেছেন, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে না, তিনি শুধু নিজের আদর্শকে অনুকরণ করেছেন।
আরও পড়ুন‘ভক্তে’র কাছে হার রোনালদোর, হার এমবাপ্পেরও, জিতল জার্মানি২১ মার্চ ২০২৫হয়লুন্দ বলেছেন, ‘এটা আমার আদর্শের জন্য। এটা এমন না যে আমি তাকে ব্যঙ্গ করছি বা তেমন কিছু। আমি সব সময় বলেছি, আমার জন্য এবং আমার ফুটবল ক্যারিয়ারে সে অনেক গুরুত্বপূর্ণ।’
২২ বছর বয়সী হয়লুন্দের এই উদ্যাপন এবং তাঁর কথার জবাব দিয়েছেন রোনালদোও। হয়লুন্দের উদ্যাপনে অসম্মানজনক কিছু খুঁজে না পেলেও সেই উদ্যাপন ফিরিয়ে দিতে প্রত্যয়ী ‘সিআর সেভেন’। রোনালদো বলেছেন, ‘এটা আমার জন্য সমস্যা না। আমি জানি এখানে অসম্মানজনক কিছু ছিল না। আর পৃথিবীতে সে শুধু একা না যে আমার মতো উদ্যাপন করেছে। এটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার আছে। এটা আমার সম্মানেই করা।’
এরপরই অবশ্য আসল কথাটা বলেছেন রোনালদো, ‘আশা করি আগামীকাল (আজ রাতে) আমিও তাঁর সামনে উদ্যাপন করতে পারব। এটা দারুণ হবে। আমি আনন্দিত যে আমার উদ্যাপন তাঁর পছন্দ হয়েছে।’
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকতে বিশেষ যে খাবার খাচ্ছেন রোনালদো১৮ মার্চ ২০২৫হয়লুন্দ অবশ্য আগেও রোনালদোর প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছিলেন, ‘আমি বাড়িয়ে বলছি না। তবে ক্রিস্টিয়ানো আমার কাছে সবকিছু। ক্রিস্টিয়ানোর কারণেই আমি ফুটবলের প্রতি ভালোবাসা অনুভব করি। আমি ঘুমাতে যাওয়ার আগে নানা ধরনের শারীরিক কসরত করি শুধু ক্রিস্টিয়ানোর জন্য। কারণ, আমি রোনালদোর মতো হতে চাই।’
আরও পড়ুনমেসি ও রোনালদো এখন কত টাকার মালিক১৪ মার্চ ২০২৫ডেনমার্কের বিপক্ষে ফিরতি লেগে আজ রোনালদোদের সামনে চ্যালেঞ্জটা ঘুরে দাঁড়ানোর। প্রথম লেগে ১–০ গোলে হারায় এখন বেশ চাপেও আছে তারা। তবে যেকোনো মূল্যে আজ রাতে দলের জয় চান রোনালদো, ‘এটা শুধু আমার গোল করার ব্যাপার না। আমি শুধু চাই পর্তুগাল ম্যাচটা জিতুক। যদি আমি না খেললে দল জেতে, তাই হোক।’