নিউজ আঠারো-এর তথ্য, ‘‘মোরগের শরীরে একটি জৈবিক ঘড়ি থাকে। এই ঘড়িকে বলে সার্কাডিয়ান রিদম। সূর্যোদয়ের সময় আলোর পরিবর্তনের কারণে, সার্কাডিয়ান রিদম সক্রিয় হয়ে ওঠে এবং মোরগকে ডাকার সংকেত দেয়।’’ 

যারা গ্রামে বসবাস করেন তারা ভোর হতে না হতেই মোরগের ডাক শুনতে পান। কিন্তু ভোরে ডাকার জন্য এক মোরগকে শাস্তি পেতে হয়েছে। ভারতের কেরালায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় অধিবাসী বৃদ্ধ রাধাকৃষ্ণ কুরুপ মোরগের ডাকের জন্য ভোরে ভালোভাবে ঘুমাতে পারেন না। আর ভালোভাবে ঘুমাতে পারেন না বলে দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছিলো তার। এই সমস্যা থেকে বাঁচতে স্থানীয় থানায় অভিযোগ করেন রাধাকৃষ্ণ। স্থানীয় গণমাধ্যমে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ভোর ৩ টায় রাধাকৃষ্ণ কুরুপের প্রতিবেশি অনিল কুমারের বাড়ির মোরগ ডাকতে শুরু করে। এতে বৃদ্ধর ঘুম ভেঙে যায়। পরে থানায় অভিযোগ করেন তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে প্রশাসন। ঘটনাটি কেরালার পল্লিকাল গ্রামে ঘটেছে। পরে পুলিশের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, অনিলকে তার মোরগ দূরে কোথাও রেখে আসতে হবে।

উল্লেখ্য, মোরগের ডাক সময়ের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এক সময় কৃষক এবং অন্যান্য মানুষের জন্য, মোরগের ডাক ছিল দিন শুরু করার সংকেত।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রগ র ড ক র জন য

এছাড়াও পড়ুন:

বন্দরে পুলিশ পাহাড়ায় যুবলীগ নেতার অনুমোদন বিহীন হাসপাতাল উদ্বোধন 

নানা বিতর্কের মধ্য দিয়ে  বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে  গুলিবর্ষণকারি বন্দরে  যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের মালিকানাধীন নবনির্মিত বহুতল ভবনে অনুমোদন বিহীন হাসপাতালটি অবশেষে পুলিশ পাহাড়ায় উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (১৫ এপ্রিল) বিকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)র একাধিক  নেতৃবৃন্দ পরিচালনায় মদনপুর  স্পেশালাইজড হসপিটাল নামে এ  হাসপাতালটি শুভ উদ্বোধন করা হয়।  

বন্দর উত্তরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা অহিদের অবৈধ অর্থে গড়ে তোলা এ বহুতল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে  নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিতি বিষয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে  বিতর্কের সৃষ্টি হওয়ায়  শীর্ষ নেতারা এ উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত হননি।  

আওয়ামী লীগ নেতৃত্বাধীন অঙ্গ সংগঠন স্বাচিপ নেতৃবৃন্দের পরিচালিত অনুমোদন বিহীন হাসপাতালটি উদ্বোধন করেন, ধামগড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মফিজুর রহমান।  পুলিশ পাহাড়ায়  যুবলীগ নেতার ভবন উদ্বোধনী এ অনুষ্ঠান ঘিরে স্থানীয় লোকজন ও  তৃণমূল বিএনপি নেতাকর্মীদের  মধ্যে বইছে সমালোচনার ঝড়। 


জানাগেছে,  নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সহচর  ও ছাত্র-জনতা  হত্যা সহ  একাধিক মামলার আসামি  অহিদুজ্জামান অহিদের অবৈধ অর্থে নবনির্মিত মদনপুর স্পেশালাইজ্ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মো. আজমল খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদের সহধর্মিণী জোসনা বেগম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা , শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) ডাঃ এম. করিম,  মেডিসিন, ডায়াবেটিস, লিভার এবং পরিপাকতন্ত্র রোগ বিশেষজ্ঞ স্বাচিপ নেতা  ডাঃ রাজ দত্ত, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন বন্ধ্যাত্ব, গাইনী ক্যান্সার রোগে বিশেষ অভিজ্ঞ,  স্বাচিপ নেতা  ডাঃ তাহমিনা খাঁন ও সমাজ সেবক বারেক মেম্বার  প্রমুখ।


স্থানীয় ও বিএনপির একাধিক নেতাকর্মী  জানান, বিগত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় ক্ষমতাবলে  অহিদুজ্জামান অহিদ  মদনপুর এলাকায় গড়ে তোলে এক অস্ত্রধারি সন্ত্রাসী বাহিনী। অহিদের নেতৃত্বে  এ বাহিনীর  নিয়ন্ত্রণে  মদনপুর এলাকা সহ উত্তরাঞ্চলের  মদক, চাঁদাবাজি,  দখল, ছিনতাই সহ নানা অপকর্ম।

৫ আগস্টের পর বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সেল্টারে  যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ পুণবহালে। ইয়াবা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানো পূর্বের ঘটনা পূনরায় ঘটনার আশঙ্কায়  আতঙ্কিত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা ও ছাত্র হত্যা সহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ অদৃশ্য ইশারায় বহাল তবিয়তে।  এ অদৃশ্য শক্তিতে পূর্বের ন্যায় ধামগড় পুলিশ ফাঁড়ি তার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত বলে অভিযোগ উঠেছে।

বন্দর উপজেলা বিএনপির সভাপতির হিরণ বলেন,  বিএনপি শীর্ষ নেতাদের নাম পদবি লিখে অহিদ নিজেই  দাওয়াত কার্ড ছাপিয়ে  ফেসবুকে ছড়িয়ে দেয়।  তারপর থেকে বিএনপি নেতাকর্মীদের  মধ্যে ক্ষোভ  তোলপাড় সৃষ্টি হয়েছে।  এ  অনুষ্ঠানে আমন্ত্রিত  অতিথি বিষয়ে বিএনপির নেতারা কেউ অবগত ছিলেন না বলে তিনি জানিয়েছেন।

হাসপাতালের ব্যবস্থাপক মাহাবুব জানান, মদনপুর স্পেশালাইজড হসপিটাল নামে হাসপাতালটির অনুমোদনের জন্য অনলাইনে আবেদন করা হয়েছে। পর্যায়ে ক্রমে অনুমোদনের আশাবাদী।

বন্দর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ওসি তরিকুল ইসলাম বলেন, উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে হাসপাতাল ভাংচুর হামলা হতে পারে এমন একটি তথ্যের ভিত্তিতে আপত্তিকর ঘটনা এড়াতে পাহাড়ায় ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন, ডাঃ এ এফ এম মশিউর রহমান বলেন, বন্দরের মদনপুর এলাকায় স্পেশালাইজ্ হসপিটাল লিমিটেড হাসপাতালের অনুমোদন দেওয়া হয়নি। তবে অনুমোদনের জন্য আবেদন করেছে কি না খোঁজ নিয়ে বলা যাবে। 
 

সম্পর্কিত নিবন্ধ