বিশ্বের ১২৩ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা আজ তৃতীয়
Published: 25th, March 2025 GMT
বিশ্বের ১২৩টি নগরীর মধ্যে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বায়ুদূষণে তৃতীয় স্থানে রাজধানী ঢাকা। এ সময় আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৮৪। এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়।
বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
ঢাকার মিরপুরের ইস্টার্ণ হাউজিং এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি। আইকিউএয়ারের মানসূচকে সেখানকার গড় বায়ুমান ২৩৮। এরপর সাভারের হেমায়েতপুর, স্কোর ১৯৩।
আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
আজ সকাল ৯টা পর্যন্ত বায়ুদূষণে শীর্ষে ভারতের দিল্লি। সেখানকার বায়ুর মান ২৯৯।
গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল।
রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক ও নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে, কিন্তু দূষণ কমছে না।
দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইক উএয় র
এছাড়াও পড়ুন:
সরকারি হলো আরও একটি মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা–৩
সেকশন:
ট্যাগ:
ছবি:
মেটা ও এক্সসার্প্ট:
https://shed.portal.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/moedu_office_order/65355f98_3f17_4e84_9239_56305882a128/268.pdf
আরও পড়ুন: চীনের সেরা ১০ স্কলারশিপ: টিউশন ফি মওকুফ-আবাসন-চিকিৎসার সঙ্গে মিলবে মাসিক ভাতাও
আরও পড়ুন: দেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ নিয়ে চলতি মার্চে মোট চারটি মাধ্যমিক পর্যায়ের স্কুল সরকারি হলো। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
এর আগে চলতি মাসেই রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয় এবং খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হয়েছে।