মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে যত তাড়াতাড়ি সম্ভব ‘মৃত্যুর মিছিল’ থামানোর দিকে নজর দিচ্ছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা এর চেয়েও বেশি কিছু। রাশিয়া ও মার্কিন কর্মকর্তারা আরও গভীরভাবে আলোচনা করতে গতকাল সোমবার সৌদি আরবে বৈঠক করেন। তারা সাময়িক যুদ্ধবিরতির নানা দিক নিয়ে আলোচনা করেন। সেখানে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ ও কৃষ্ণসাগরে জাহাজ চলাচলে বাধা না দেওয়ার প্রসঙ্গ ছিল।

গতকাল সোমবার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এরই মধ্যে ইউক্রেন জানিয়েছে, তারা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। আর পুতিন বলেছেন, তিনি প্রথমে বেশ কিছু ছাড়ের বিষয়ে নিশ্চিত হতে চান। কার্যত ক্রেমলিন ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির কথা বলে ট্রাম্পের কাছ থেকে যতটা সম্ভব সুবিধা নিতে চায়। মস্কো মনে করে ওয়াশিংটনের সঙ্গে অপেক্ষাকৃত ভালো সম্পর্ক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক আশীর্বাদ। এটা এমন একটা বিষয়, যা ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের অব্যাহত আঘাত সত্ত্বেও তারা হয়তো অর্জন করতে যাচ্ছে।

নয়াদিল্লিতে নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার একজন জ্যেষ্ঠ পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তার সাক্ষাৎকার সূত্রে জানা যায়, ক্রেমলিন মনে করে ইউক্রেন নিয়ে আলোচনা ও যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে সংলাপ দুটি ভিন্ন ধারায় এগোচ্ছে। পুতিন অব্যাহতভাবে ইউক্রেনে দীর্ঘস্থায়ী বিজয় চান। তবে তিনি যুদ্ধবিরতিকে কেন্দ্র করে ওয়াশিংটনের কাছ থেকে কিছু সুবিধা অর্জনেরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান
ভিয়াচেস্লাভ নিকোনোভ বলেন, ট্রাম্প ও পুতিন ‘দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট’ বিষয় নিয়ে কথা বলছেন, যা ইউক্রেনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, তাদের লক্ষ্য কৃষ্ণসাগর নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো, যেন জাহাজ চলাচল স্বাভাবিক থাকে। অবশ্য ওই এলাকাটি কয়েক মাস ধরে যুদ্ধের কেন্দ্রস্থলে নেই। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি মূলত নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে যে যুদ্ধবিরতির আলোচনা হয়েছে, তাতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক কাউন্সিলের জ্যেষ্ঠ পরিচালক এন্ড্রু পিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল অ্যান্টন। রাশিয়ার পক্ষে ছিলেন সাবেক কূটনীতিক গ্রিগরি কারাসিন। বর্তমানে তিনি রাশিয়ার উচ্চকক্ষে পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্সকে কারাসিন জানান, রিয়াদে তিন ঘণ্টার আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে। দুই দেশের সম্পর্কের মধ্যে যেসব বিষয় বিরক্তির কারণ হিসেবে রয়েছে, সেগুলো আলোচনায় উঠে এসেছে। ইউক্রেনে যুদ্ধবিরতি চাওয়া ট্রাম্প রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেভাবে আলোচনা এগোচ্ছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তবে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনা এগোলেও আস্থা রাখতে পারছে না ইউরোপ। তারা রাশিয়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বলছেন, মূল দাবি থেকে হয়তো পুতিন সরে আসবেন না। ২০২২ সালের ২৪ ফ্রেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার দাবি, কিয়েভ যেন ন্যাটো থেকে দূরে থাকে। এ প্রেক্ষাপটে সম্প্রতি পুতিন বলেন, তিনি শান্তি আলোচনায় প্রস্তুত। তবে ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোভুক্ত হওয়ার উচ্চাশা ছাড়তে হবে। সেই সঙ্গে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখলে নিয়েছে, সেগুলোর দাবিও ছাড়তে হবে। 

শান্তি আলোচনার মধ্যেই সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। এসব হামলায় প্রায়ই লক্ষ্যবস্তু হচ্ছে জ্বালানি স্থাপনা। এগুলোতে হামলা বন্ধের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পরর ষ ট র ইউক র ন ব ষয়ক ক

এছাড়াও পড়ুন:

পুড়ে যাওয়া মার্কেটের মালিকের কাছে চাঁদা চেয়েছিলেন যুবদল নেতা, অডিও ভাইরাল

খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে পুড়ে যাওয়া অস্থায়ী মার্কেটের মালিক রাসেল মিয়ার সঙ্গে যুবদল নেতা নাজমুল হুদা সাগরের চাঁদা চাওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

গত ১৯ মার্চ আগুনে পিকচার প্যালেস সুপার মার্কেট পুড়ে যায়। ফোনালাপটি এর কয়েকদিন আগের। সাগর খুলনা মহানগর যুবদলের সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক। যুবদলের ওই কমিটির সভাপতি মাহাবুব হাসান পিয়ারু গত ২৩ মার্চ রাতে মুক্তিপণের দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

১ মিনিট ৫৪ সেকেন্ডের ফোনালাপের শুরুতে মার্কেট মালিক রাসেলকে সাগর বলেন, ‘তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো না, এটা কি ঠিক হচ্ছে তোমার?’

জবাবে রাসেল বলেন, ‘ভাই, আমি আছি খুব বিপদে।’

তখন সাগর বলেন, ‘তুমি আমারে বলছো টাকা দিয়ে যাবা, তুমি পাঁচ মাসেও আমার সঙ্গে যোগাযোগই করলে না। এটা তোমার কাছে আমি প্রত্যাশা করি?’

রাসেল বলেন, ‘ভাই টাকা ইনকাম করাই এখন কঠিন হয়ে গেছে।’

উত্তরে সাগর বলেন, ‘কেন ইনকাম কঠিন হয়ে গেল কেন? তুমি আমারে প্রথমে বললা ৫০ হাজার করে দিবা পিকচার প্যালেস থেকে। সেদিন বললা না ভাই ৩০ হাজার করে দিব। একটা টাকাও দিলা না। তুমি তো মেলাটেলা করতেছো।’

মার্কেট মালিক বলেন, ‘আমি মেলা করছি না। মন্টুর মেলায় কয়েকটি স্টল দিয়েছি।’ এরপর আরও কিছু কথা হয় দু’জনের মধ্যে।

শেষে যুবদল নেতা বলেন, ‘যাই হোক তুমি আমার সঙ্গে যে কমিটমেন্ট করেছো সেটা কি রাখবা, না রাখবা না ? সেটা বললেই হয়ে যায়।’

মার্কেট মালিক বলেন, ‘এখন পিকচার প্যালেসের যে অবস্থা, আছি খুব বিপদে। দোকানদারদের বেচাকেনা কম। টাকা-পয়সা ঠিকমতো দিতে পারছে না। আমিও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না।’

ব্যবসায়ীর বক্তব্য শেষে কিছুটা সময় চুপ করে রূঢ় কণ্ঠে সাগরকে বলেন, ‘আচ্ছা ঠিক আছে।’

অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে নাজমুল হুদা বলেন, ‘কোনো মন্তব্য করব না।’ 

এ বিষয়ে রাসেল মিয়া বলেন, ‘আমি শেষ হয়ে গেছি। পথে বইসে গেছি। আমারে আর শেষ কইরেন না’।

আগুনে পিকচার প্যালেস সুপার মার্কেটের ৪৪টি দোকান পুড়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জায়গা ভাড়া নিয়ে এক বছর আগে অস্থায়ী মার্কেট তৈরি করেন ব্যবসায়ী রাসেল মিয়া। তিনি শহরে মেলা রাসেল নামে পরিচিত।

সম্পর্কিত নিবন্ধ