যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ের মধ্যে আগামী ২৮ এপ্রিল কানাডায় নির্বাচনের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোববার এ ঘোষণা দেন তিনি।
আগামী পাঁচ সপ্তাহ প্রচারণা চলবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির অবস্থা বেশ খারাপ ছিল। তারা দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে কানাডার জাতীয় সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার পর পরিস্থিতির কিছুটা বদল হয়েছে।
কার্নি বলেছেন, ট্রাম্প যে হুমকি দিয়েছেন তার প্রেক্ষিতে নির্বাচন জরুরি। ট্রাম্পের অন্যায্য বাণিজ্যিক ব্যবস্থার কারণে আমাদের সার্বভৌমত্ব বিপদের মুখে। আমরা ভয়ংকর সংকটের মুখে পড়েছি। কানাডার নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে। সিএনএন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফেরদৌস ওয়াহিদ এবার উপস্থাপনায়
নতুন আরেকটি পরিচয়ে আসতে যাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। উপস্থাপনা শুরু করেছেন তিনি। মঙ্গলবার ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামে এ অনুষ্ঠানের তিনটি পর্বের স্টুডিও অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এর একটি পর্বে ছেলে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার নিয়েছেন পপ গানের জনপ্রিয় শিল্পী। অন্য দুটি পর্বে অংশ নিয়েছেন হায়দার হোসেন ও আগুন।
‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের ফাঁকে হায়দার হোসেন ও ফেরদৌস ওয়াহিদ।