ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ এখন টাইগার উডসের প্রেমিকা
Published: 25th, March 2025 GMT
নতুন করে সম্পর্কে জড়িয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। উডসের এই নতুন সঙ্গীরও অবশ্য বিশেষ পরিচয় আছে। তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ। নতুন সঙ্গীর সঙ্গে দুটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন উডস। ক্যাপশনে লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম।’
গলফ কিংবদন্তির নতুন সঙ্গী ভেনেসা ও তাঁর মেয়ে কাই ট্রাম্পকে সম্প্রতি সান ডিয়েগোর টোরি পাইনসে দেখা দেখা গেছে। যেখানে উডস গিয়েছিলেন জেনেসিস ইনভাইটেশনাল বিজয়ীকে ট্রফি তুলে দিতে। এই টুর্নামেন্টের আয়োজকও উডস। ভেনেসার মেয়ে কাই বর্তমানে উডসের দুই সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে বেঞ্জামিন স্কুলে ক্লাস করতে যায়। কাই এবং চার্লি এ সপ্তাহে একটি জুনিয়র গলফ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
আজ ব্যক্তিগত ‘এক্স’ অ্যাকাউন্টে নতুন প্রেমের ঘোষণা দিতে গিয়ে দুটি ছবি পোস্ট করেন উডস। একটা ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় উডস এবং ভেনেসাকে। আর অন্যটিতে একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখা যায় তাঁদের।
আরও পড়ুন২৭ বছরের এক সম্পর্ক ছিন্ন করলেন টাইগার উডস০৯ জানুয়ারি ২০২৪এই ছবির ক্যাপশনে উডস লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম এবং আমার পাশে তোমার থাকা জীবনটাকে আরেকটু ভালো করে তুলবে। আমরা একসঙ্গে নিজেদের জীবনকে এগিয়ে নিতে চাই। এই সময়ে যাঁরা আমাদের হৃদয়ের নিকটবর্তী, আমাদের গোপনীয়তা রক্ষার কথা বলব তাঁদের।’
উডস ও ভেনেসা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বৈধ নথি ছাড়া হজে গেলে মিলবে না থাকার জায়গা
এবারের হজ মৌসুমে হজযাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এ বছর হজের উদ্দেশে যেসব যাত্রী বৈধ নথি বা অনুমোদন ছাড়া সৌদিতে যাবেন, তাদের থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল, মোটেল, রেস্টহাউস ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। আগামী ২৯ এপ্রিল থেকে নির্দেশনাটি কার্যকর হবে। খবর গালফ নিউজের।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জননিরাপত্তা ও হজের পবিত্রতার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্দেশনার মেয়াদ শেষ হবে হজ সমাপ্ত হওয়ার পর। নির্দেশ পালন হচ্ছে কিনা, তা যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মক্কার হোটেল-মোটেল-রেস্টহাউসের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নতুন এই নিয়ম মেনে চলতে আদেশ দিয়েছে সরকার। কোনো ব্যক্তির বিরুদ্ধে সরকারি আদেশ না মানার প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে।
প্রতি বছর হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি সৌদিতে হজ করতে যান। তবে তাদের সবাই যে বৈধভাবে যান, তা নয়। অনেকেই প্রয়োজনীয় নথি ব্যতীত অবৈধভাবে সৌদিতে প্রবেশ করেন। তাদের একটি অংশ আবার স্থায়ীভাবে সেখানেই থেকে যাওয়ার চেষ্টা করেন। সাম্প্রতিক বছরগুলোতে এই নথিবিহীন অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতি নিয়েছে সৌদি সরকার। অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব ওমরাহযাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে এবারের ভারত থেকে আরও ১০ হাজার যাত্রী হজে যেতে পারবেন। দেশটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। এবারে ৫২ হাজারের বেশি ভারতীয় বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে হজ পালনের জন্য বুকিং করেছেন। এর আগে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, বেসরকারিভাবে হজ পালনের উদ্দেশে যারা নিবন্ধন করেছিলেন, তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২০ শতাংশ যাত্রীকে নিশ্চিত করা হবে। এর ফলে, প্রায় ৮০ শতাংশ মানুষ এবার হজে যেতে পারবেন না বলে শঙ্কা তৈরি হয়। খবর হিন্দুস্তান টাইমসের।