নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় তিনিসহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। অন্যদিকে, ভোলায় এনসিপির প্রতিনিধি কমিটির সদস্য খোকন হাওলাদারকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মো.

ইউছুফ বলেন, সন্ধ্যার পর জাহাজমারা বাজারে আমাদের পূর্বনির্ধারিত পথসভা ছিল। সেখানে যথাসময়ে আবদুল হান্নান মাসউদ বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ৩০-৪০ জনের একটি দল এসে পথসভায় বাধা দেয়। এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে। এতে হান্নান মাসউদসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার জন্য তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীকে দায়ী করেন।

জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুর রবকে পিটিয়ে আহত করা হয়। প্রতিবাদে জাহাজমারা বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি প্রতিবাদ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আবদুল হান্নান মাসউদের পথসভার সামনে পড়ে। এ সময় সামান্য উত্তেজেনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এ ঘটনায় রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবদুল হান্নান মাসউদ নেতাকর্মী নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে জাহাজমারার উদ্দেশে রওনা হয়েছি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাব। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।
এদিকে, ভোলার লালমোহন মডেল মসজিদ এলাকা থেকে তুলে নিয়ে এনসিপির প্রতিনিধি কমিটির সদস্য খোকন হাওলাদারকে মারধর করা হয়েছে। রোববার বিকেলে এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও বাজারের ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিএনপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আহত খোকন। তবে উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের দাবি, এ হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন।

আহত খোকন হাওলাদারের বাড়ি কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা গ্রামে। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন খোকন অভিযোগ করেন, গত রোববার বিকেলে লালমোহন থেকে নিত্যপণ্য কিনে বাড়ি ফেরেন তিনি। লালমোহন মডেল মসজিদের কাছে পৌঁছালে সানাউল, নাফিজ, শাহিনসহ কয়েকজন অটোরিকশা থামিয়ে তাঁকে মারধর করে। এক পর্যায়ে তাঁকে কলেজ রোডের এক বাগানে নিয়ে কয়েক দফা মারধর করে হাত-পা ভেঙে দেয়। অস্ত্র হাতে দিয়ে ছবি তোলে এবং এ অস্ত্র তাঁর বলে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালায়। হামলাকারী সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। নাগরিক কমিটির রাজনীতি করার কারণেই তাঁকে মারধর করার অভিযোগ করেন তিনি। 
আহত খোকনকে হাসপাতালে দেখতে এসে হামলাকারীদের বিচার চেয়েছেন এনসিপি ভোলা সদর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য রশিদ আহাম্মদ ও ইয়াছিন আরাফাত। খোকন হাওলাদার বিএনপির রাজনীতি ছেড়ে এনসিপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন বলে নিশ্চিত করেন তারা।

খোকন হাওলাদার জানান, তিনি কালমা ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর বিএনপির রাজনীতি ছেড়ে এনসিপির মিছিল-মিটিং করছেন তিনি। এ কারণে তাঁর ওপর হামলা করা হয়। গত ৬ মার্চ একবার মারধর এবং তাঁর ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়।
লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের ভাষ্য, বিএনপির কেউ এ হামলায় জড়িত নন। খোকনের ভাই মাসুদ ওয়ার্ড শ্রমিক লীগের সম্পাদক ও সন্ত্রাসী। বিগত দিনে মাসুদের কর্মকাণ্ডের জেরে মার খেয়েছেন তিনি। এখন বদনাম করার জন্য কারও শেখানো কথায় বিএনপির নামে অপপ্রচার করছেন। খোকন কখনও বিএনপির রাজনীতি করেছেন বলে জানা নেই তাঁর।
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খোকন হাওলাদার বিএনপির সাবেক ওয়ার্ড সেক্রেটারি। এনসিপির সদস্য কিনা, সেটি জানা নেই। এ ঘটনায় মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


 

উৎস: Samakal

কীওয়ার্ড: আহত আবদ ল হ ন ন ন ম সউদ ব এনপ র র জন ত প র র জন ত ব এনপ র স ন ত কর ম য় ব এনপ এনস প র র সদস য এ ঘটন য় কম ট র উপজ ল

এছাড়াও পড়ুন:

হাতিয়ায় হান্নান মাসউদের ওপর হামলা, মাথায় জখম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা হয়েছে।

হান্নান মাসউদের নিজ জেলা নোয়াখালীর হাতিয়ায় জাহাজমারা বাজারে সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ওপর হামলা হয়। এতে করে তিনিসহ পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

এ দিন রাত সোয়া ১০টার দিকে হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই তথ্য দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৪ সাংবাদিকের ওপর হামলা

বরিশালে পাওনা টাকার জেরে ৩ জনকে কুপিয়ে জখম

পোস্টে অভিযোগ করা হয়, বিএনপির সন্ত্রাসী বাহিনী তাকে (আব্দুল হান্নান মাসউদ) মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায়।

হান্নান মাসউদের প্রোফাইলে হাতিয়ার ঘটনার পর ধারাবাহিক পোস্ট দেওয়া হয়েছে। ছবি ও ভিডিও পোস্টগুলোতে দেখা গেছে, হামলার প্রতিবাদে হান্নান মাসউদ তার সহযোদ্ধাদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

একটি পোস্টে লেখা হয়, হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের পথসভায় আব্দুল হান্নান মাসউদের পথসভায় বাধা দেয় একদল নব্য ফ্যাসিস্ট। প্রতিবাদে অবস্থান কর্মসূচি।

হান্নান মাসউদের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মোহাম্মদ ইউছুফ। তার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২২ মার্চ) এনসিপি নেতা হান্নান মাসউদ এলাকার দুস্থ মানুষের খোঁজ-খবর নিতে হাতিয়ায় আসেন। সোমবার বিকালে তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান। ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তিনি বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। 

বক্তব্য চলার সময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে হান্নানের পথসভায় অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন ইউছুফ।

হান্নানের এই প্রতিনিধি আরো অভিযোগ করেন, হামলাকারীরা তার ওপর হামলার চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। 

এই ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে হান্নান মাসউদের নেতৃত্বে জাহাজমারা বাজারেই এনসিপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

ঢাকা/সুকান্ত/রাসেল 

সম্পর্কিত নিবন্ধ

  • হান্নান মাসউদের ওপর হামলা, রাত সাড়ে ৩টা পর্যন্ত এনসিপির বিক্ষোভ
  • হাতিয়ায় হান্নান মাসউদের ওপর হামলা, মাথায় জখম
  • হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলা
  • হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ
  • ব্যান্ড পার্টি ও শতাধিক গাড়ির বহরে শোডাউন সারজিসের, উঠছে প্রশ্ন-সমালোচনা
  • নোয়াখালীতে এনসিপির নেতা হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৫
  • উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়িসহ ‘শোডাউন’ দিয়ে নিজ এলাকায় সারজিস আলম
  • আগামীর বাংলাদেশে মার্কা দেখে কেউ ভোট দেবে না: সারজিস
  • হামরা কাজ করিবা পারিলে ভোট দিবেন, নাহিলে দিবেননি : সারজিস আলম