Samakal:
2025-04-15@04:43:39 GMT

‘আগের চেয়ে ভালো লাগছে’

Published: 25th, March 2025 GMT

‘আগের চেয়ে ভালো লাগছে’

যে ভুল করেন অনেকেই– বুকে চাপা ব্যথাকে গ্যাস্ট্রিকের সমস্যা বলে ধরে নেন। গতকাল ঢাকা লিগের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপির মাঠে গিয়ে তামিম ইকবাল তেমনটা ভেবেই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারেন, ব্যথাটা বেড়ে মুখের দিকে উঠে আসছে। এর পরই মোহামেডানের ফিজিও-চিকিৎসকরা তাঁকে নিয়ে বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে যান। ঢাকা থেকেও হেলিকপ্টার আনা হয় বিকেএসপিতে। কিন্তু সেই হেলিকপ্টারের কাছে নিয়ে আসতেই আবার জ্ঞান হারান তামিম। এর পর ওই হাসপাতালে ফিরে গিয়ে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) পরানো হয় তামিমের।

গুরুতর অবস্থায় দ্রুততার সঙ্গে স্টেন্টিংয়ের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। যখন এ সিদ্ধান্ত নেওয়া হয়, তখনও কেপিজে হাসপাতালে এসে পৌঁছাতে পারেননি তামিমের পরিবারের কোনো সদস্য। তাই পরিবারের পক্ষ থেকে অপারেশনের সম্মতিপত্র স্বাক্ষর করেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। জানা গেছে, ডাক্তারদের দ্রুত এ সিদ্ধান্ত গ্রহণের কারণেই বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন তামিম। স্টেন্ট বসানোর পর এখন অনেকটা সুস্থ আছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন। চোখ খুলেছেন এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন। ডাক্তারকে তিনি জানিয়েছেন, ‘আগের চেয়ে ভালো লাগছে।’ এদিন মাঠ থেকে তামিমের হার্ট অ্যাটাকের খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে পুরো ক্রীড়াঙ্গন। ১৯তম বোর্ড সভা স্থগিত করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিমরা ছুটে যান সাভারের ওই হাসপাতালে।

কী হয়েছিল মাঠে
বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল ও শাইনপুকুর অধিনায়ক রায়ান রাফসানকে নিয়ে টস করতে নেমেছিলেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তখন তামিমের সঙ্গে কথাও হয় দেবব্রতর। তবে টসের আগে ওয়ার্মআপের সময় কিছুটা অস্বস্তি বোধ করছিলেন তামিম। টস করে ড্রেসিংরুমে ফেরার সময় সেটা আরও বাড়ে। মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলামকে তিনি তখন জানান, তাঁর সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তরিকুল তাঁকে ড্রেসিংরুমে বিশ্রাম নিতে বলেন। কিছুক্ষণ পর তামিমের অসুস্থতা আরও বেড়ে যায়। তারকা এ ওপেনার তরিকুলকে জানান, তাঁর খুব খারাপ লাগছে, ব্যথা বেড়ে মুখের দিকে উঠে এসেছে। কালবিলম্ব না করে তামিমকে বিকেএসপির কাছে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে পাঠানো হয়।

কখন হাসপাতালে নেওয়া হয়
সকাল ৯টা ২২ মিনিটে মোহামেডানের ফিজিও এনাম ম্যাচ রেফারি দেবব্রতকে ফোন করে জানান, বুকে ব্যথা অনুভব করায় তামিমকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সকাল সাড়ে ৯টায় তাঁকে ছাড়া খেলতে নামে মোহামেডান। হাসপাতালে যাওয়ার পর প্রাথমিকভাবে ইসিজি ও আরও কিছু পরীক্ষা করা হয়। তখনও পরিষ্কার হওয়া যায়নি যে তামিমের কী হয়েছে। এরই মধ্যে ঢাকায় যোগাযোগ করে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে আনা হয়। কেপিজে হাসপাতালে প্রাথমিকভাবে কিছু ধরা না পড়ায় ঢাকায় গিয়ে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা ছিল তামিমের। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগে জ্ঞান হারিয়ে ফেলেন তামিম। দেবব্রত পাল জানান, তখন তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পালস পাওয়া যাচ্ছিল না। তখন সঙ্গে থাকা বিকেএসপির চিকিৎসক পরামর্শ দেন, অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। হেলিকপ্টারে করে ঢাকা নিতে নিতে সমস্যা আরও বেড়ে যেতে পারে। তার চেয়ে হাতের কাছে থাকা হাসপাতালে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বেলা ১১টা ২০ মিনিটের দিকে তামিমকে আবার কেপিজে হাসপাতালে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার পুরোটা সময় বিরামহীনভাবে তামিমের বুকে পাঞ্চ করে (সিপিআর) যান মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী। তখন তামিমের অবস্থা ভীষণ সংকটাপন্ন ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না বলে সতীর্থ কয়েকজন তখন কান্নায় ভেঙে পড়েছিলেন বলেও জানা যায়।

ডাক্তাররা কী বললেন
দ্বিতীয়বার হাসপাতালে নিয়েই লাইফ সাপোর্টে রাখা হয় তামিমকে। এর মধ্যে তামিমের পরিবারের সদস্যরা হাসপাতালে চলে আসেন। কেপিজে হাসপাতালের কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তাঁর এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করানো হয়। এনজিওগ্রামে তামিমের হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়লে তখনই তাঁকে রিং (স্টেন্ট) পরানো হয়। কেপিজে হাসপাতালের পরিচালক ডাক্তার রাজীব হাসান গণমাধ্যমে তামিমের অবস্থা নিয়ে বলেন, ‘তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করানো হয়েছে। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা.

মনিরুজ্জামান মারুফ। তাঁর ব্লক পুরোপুরি চলে গেছে। তিনি পর্যবেক্ষণে আছেন। এখনও গুরুতর অবস্থা কাটেনি।’ বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর তিনি পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। আগামী ৪৮ ঘণ্টা তামিম চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালের সিসিইউতে আছেন তামিম। সঙ্গে আছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা।

বিসিবি থেকে অনুরোধ
তামিমের অসুস্থতার বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দ্রুত চিকিৎসায় সহায়তা করার জন্য বিকেএসপি ও কেপিজে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সে সঙ্গে তামিমের ভক্ত-সমর্থকদের অযথা হাসপাতালে ভিড় না করার অনুরোধও জানানো হয়েছে। তামিমের জন্য দোয়া করার অনুরোধও করা হয়েছে।

উদ্বিগ্ন সবাই
দেশের ক্রীড়াঙ্গন তো বটেই, দেশের বাইরে থেকে সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, মনোজ তিওয়ারি, ধারাভাষ্যকার হার্শা ভোগলে তামিমের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। বিসিবি থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া উপদেষ্টার কার্যালয়, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সার্বক্ষণিক তামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ম ম ইকব ল ব ক এসপ র পর ব র র র অবস থ র জন য

এছাড়াও পড়ুন:

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ, আবেদন করেছেন কি, পদ ৩৩৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) জনবল নিয়োগে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ফাউন্ডেশনে ১১তম গ্রেডে ৩৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে ২৪ মার্চ ২ ক্যাটাগরির পদে ১ হাজার ৩৩০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ৩৩৫

আরও পড়ুনপুলিশে ২০০০ কনস্টেবল নিয়োগ: লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে যা করণীয় ২ ঘণ্টা আগে

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ বাণিজ্যে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।

আবেদনের বয়স: ৩১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডে আবেদনের সময় বৃদ্ধি, পদ ২৭৭১১ এপ্রিল ২০২৫আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ বা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১-৯ পর্যন্ত কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আরও পড়ুনবিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি১০ এপ্রিল ২০২৫আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১৬৮ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

সম্পর্কিত নিবন্ধ