সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় সিগারেটের ধোঁয়া ছোড়া নিয়ে হোটেল কর্মচারীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হামলা করা হয় দুই যুবকের ওপর। ওই সময় ভাঙচুর করা হয়েছে হাসপাতালের জরুরি বিভাগের পাশের ক্যাজুয়ালিটি ইউনিটের ফ্রন্ট ডেস্ক। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন হাসপাতালের কয়েকজন স্টাফ। 

তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের পর হামলাকারী তিনজনকে আটক করেছে বলে জানিয়েছেন উসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ। সোমবার রাত ৯টা ও ১১টার দিকে পৃথক এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে মীরবক্সটুলা এলাকার ভাই ভাই রেস্টুরেন্টের পাশে ধূমপান করছিল ওই রেস্টুরেন্টের কয়েকজন কর্মচারী। ওই সময় চা পান করতে আসা দুই যুবক তাদের সিগারেটের ধোঁয়া অন্যদিকে ছুড়তে বলেন। এতে তাদের কথা না শুনে উল্টো ক্ষিপ্ত হয়ে হামলা করা হয় যুবকদের ওপর। এ নিয়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন।

আহত দুই যুবককে ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু রাত ১১টার দিকে রেস্টুরেন্টের কর্মচারীসহ কয়েকজন কিশোর হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবায় বাধা ও তাদের ওপর হামলা করে। বাধা দিতে গিয়ে আহত হন পুলিশের নায়েক সুবাশীষ, হাসপাতালের স্টাফ মিটু ও এক মহিলা নার্স। তাৎক্ষণিকভবে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। তারা হলো- জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে, নগরীর মীরবক্সটুলা ভাই ভাই রেস্টুরেন্টের কর্মচারী গিয়াস উদ্দিন রানা, তার ভাই মোস্তাক হোসেন ও একই রেস্তোরার কর্মচারী জকিগঞ্জের আব্দুল আহাদের ছেলে আব্দুর রহিম।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আহত

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে মা-শিশু সন্তানসহ ৩ হত্যাকান্ডের ঘটনায় মামলা,  ৫ দিনের রিমান্ডে স্বামী ইয়াছিন  

সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও শিশু সন্তান সহ তিনজনকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে মাটিচাপা দিয়ে গুমের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছন নিহত লামিয়ার বড় বোন মুনমুন আক্তার।

শুক্রবার রাতে এ মামলা রুজু হয়। মামলায় নিহত লামিয়ার স্বামী আটক ইয়াছিনসহ তিনজনকে আসামি করা হয়েছে। অপর দুই আসামি হলেন ইয়াছিনেন বাবা দুলাল মিয়া ও ছোট বোন শিমু। 

এদিকে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বেলায়েত হোসেনের আদালতে আসামি ইয়াছিনকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড় বাড়ি এলাকার পোশাক শ্রমিক লামিয়া আক্তার, তার চার বছর বয়সের শিশু সন্তান আব্দুল্লাহ ও লামিয়ার প্রতিবন্ধী বড় বোন স্বপ্না আক্তার।

নিখোঁজের চারদিন পর বাসার পাশে রাস্তা খুঁড়ে মাটি চাপা দেয়া অবস্থায় উদ্ধার হয় তিন জনের খন্ড বিখন্ড লাশ। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনু আলম  বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের একাধিক টিমের অভিযান চলছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঝিনাইদহে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা, ৮২ জনের বিরুদ্ধে মামলা
  • সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি পুকুর থেকে উদ্ধার
  • আসামিকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ, পুকুর থেকে হত্যায় ব্যবহৃত বঁটি উদ্ধার
  • ‘সন্ত্রাসী’ সাজ্জাদের স্ত্রীকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
  • কয়েকশত লোক বাড়ি হামলা করে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা
  • ঈদের পরদিন রাতে স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যা করেন ইয়াছিন, রক্তমাখা কাপড় উদ্ধার
  • পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক চুক্তি চায় ইরান
  • সিদ্ধিরগঞ্জে মা-শিশু সন্তানসহ ৩ হত্যাকান্ডের ঘটনায় মামলা,  ৫ দিনের রিমান্ডে স্বামী ইয়াছিন