গত বছরের ৫ আগস্টের পরের ছয় মাসে ৪ হাজার ৩৯৮টি অপরাধ কম সংঘটিত হয়েছে। এর মধ্যে ধর্ষণ, অপহরণ, চুরি, অস্ত্র ও মাদক উদ্ধারের মতো ঘটনা রয়েছে। তবে আগের ছয় মাসের তুলনায় এ সময় হত্যা, ডাকাতি, দস্যুতা ও সিঁধেল চুরি বেড়েছে। রাজশাহী বিভাগের আট জেলার চিত্র এটি।
গত এক বছরে সংঘটিত অপরাধ নিয়ে পুলিশের তৈরি প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগের ছয় মাসে ১৩ হাজার ২১৬টি অপরাধ হয়েছে। পরের ছয় মাসে অপরাধ হয়েছে ৮ হাজার ৮১৮টি। ৫ আগস্টের আগের ছয় মাসে ১৫০টি হত্যা, সাতটি ডাকাতি, ৫৭টি দস্যুতা, ৯১৯টি নারী ও শিশু নির্যাতন, ৩২৩টি ধর্ষণ ও ২৯টি অপহরণ হয়। এ সময় পুলিশের ওপর আক্রমণ ৩৩টি, সিঁধেল চুরি ৩৯টি, চুরি ৪৭১টি, মাদক ও অস্ত্র উদ্ধার হয় ৬ হাজার ২২২টি।
৫ আগস্টের পরের ছয় মাসে (আগস্ট থেকে জানুয়ারি) ২৪১টি হত্যা, ২০টি ডাকাতি, ৬৪টি দস্যুতা, ৮১৮টি নারী ও শিশু নির্যাতন, ২৪৯টি ধর্ষণ ও ২০টি অপহরণ হয়। এ সময় পুলিশের ওপর আক্রমণ ৯টি, সিঁধেল চুরি ৪৭টি, চুরি ৩৮৪টি, অস্ত্র ও মাদক উদ্ধার মামলা হয় ২ হাজার ৭৯৮টি।

বেড়েছে হত্যাকাণ্ড
আগস্টের আগের ছয় মাসে ১৫০ জন খুন হলেও পরের ছয় মাসে খুন হন ২৪১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭২ জন খুন হন আগস্টে। সেপ্টেম্বরে ৪৬ জন, অক্টোবরে ২৯ জন, নভেম্বরে ৪১ জন, ডিসেম্বরে ৩১ জন ও জানুয়ারিতে খুন হন ২২ জন।
গত ৪ আগস্ট এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। ওই দিন সিরাজগঞ্জে ৩০ জন নিহত হন। ৫ আগস্ট ১১ জন নিহত হন। ৪ আগস্ট পাবনায় দু’জন ছাত্র নিহত হন। চাঁপাইনবাবগঞ্জে ৫ আগস্টের পর তিনজন খুন হয়েছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কিশোর দলের হাতে খুন হন মাসুদ রানা ও রায়হান আলী।

বেড়েছে ডাকাতি
আগের সাতটির স্থলে পরের ছয় মাসে ২০টি ডাকাতি ঘটেছে। গত ১৭ ফেব্রুয়ারি রাজশাহীগামী রোড রয়েলস বাসে ডাকাতি হয়। সংঘবদ্ধ ডাকাত দল অন্তত ৪০ যাত্রীর সর্বস্ব লুট করে নেয়। ৪ ফেব্রুয়ারি মোহনপুর মিরাকেল ওয়াটার পার্কে ডাকাতরা ৩৮ লাখ টাকার মালপত্র লুট করে। ২৭ জানুয়ারি গোদাগাড়ীর গোগ্রামের প্যারাডাইস রাইস মিলে ডাকাতি হয়। ৫ ফেব্রুয়ারি পুঠিয়ার বিড়ালদহে রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা.

নওশাদ আলীর বাড়ির স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায় ডাকাতরা। ২৮ ফেব্রুয়ারি সাঁথিয়ায় মধ্যরাতে সড়কের ওপর গাছ ফেলে অন্তত ৪০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বগুড়ায় ৫ আগস্টের পর অন্তত সাতটি ডাকাতি ঘটেছে। সোনাতলায় ৩ ফেব্রুয়ারি রড-সিমেন্ট ব্যবসায়ী খোকনের বাড়িতে ১০/১২ ডাকাত তিন ভরি স্বর্ণালংকার ও সাড়ে পাঁচ লাখ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালপত্র লুট করে। ইতালিপ্রবাসী হেলাল উদ্দিনের বাড়িতে ২৪ ফেব্রুয়ারি অর্ধকোটি টাকার মালপত্র লুট হয়েছে।
গত ডিসেম্বরে নাটোর শহরের মীরপাড়ায় দুটি হিন্দু বাড়িতে ডাকাতি ঘটেছে। ২৬ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ার নেওয়ারগাছায় ঠিকাদার অনু খানের বাড়িতে ১০-১২ মুখোশধারী ডাকাত ২৫ ভরি সোনার গহনা, ২ লাখ টাকা ও ৯টি মোবাইল ফোন নেয়। ২৮ নভেম্বর বাঁখুয়া মহল্লার রফিকুল ইসলাম রতনের গুদামের তালা ভেঙে ডাকাতরা ১৫ লাখ টাকার সরিষা ট্রাকে তুলে নিয়ে যায়। ৩০ ডিসেম্বর কামারখন্দে গরুবোঝাই ট্রাক ডাকাতের কবলে পড়ে। গত ১২ ডিসেম্বর ডাচ্‌-বাংলা ব্যাংকের উল্লাপাড়া এজেন্ট শাখার দুই কর্মীর ২৮ লাখ টাকা লুট হয়। এ ছাড়া ৫ আগস্টের পরে চাঁপাইনবাবগঞ্জে দুটি ও নওগাঁয় তিনটি ডাকাতি ঘটেছে।
রাজশাহী রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘অপরাধীরা কৌশল বদলে ডাকাতি, হত্যা, দস্যুতা, সিঁধেল চুরির মতো অপরাধ করছে। ডাকাতদের আবাস মূলত বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জে। আরেকটি আবাস গাজীপুরের চন্দ্রা থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত। স্থানীয় জনগণের সঙ্গে পুলিশ দুই শিফটে পাহারা দিচ্ছি। আশা করছি, ডাকাতি নিয়ন্ত্রণ হবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ৫ আগস ট র পর পর র ছয় ম স ড স ম বর ম লপত র খ ন হন অপর ধ

এছাড়াও পড়ুন:

অপহরণের মুক্তিপণ নিয়ে পালানোর সময় ৫ পুলিশ আটক

বগুড়ার ধুনট উপজেলা থেকে দুই ব্যক্তিকে অপহরণ করে তিন লক্ষাধিক টাকা মুক্তিপণ নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার পাঁচ সদস্যসহ ছয় জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা ও পুলিশের একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে বীরগ্রাম এলাকা থেকে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

আরো পড়ুন:

পুলিশ ফাঁড়ির জানালা ভেঙে পালাল আসামি 

বাবাকে মানসিক রোগী সাজিয়ে হাসপাতালে ভর্তি, পরে উদ্ধার

আটকরা হলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, বাশির আলী এবং মাইক্রোবাস চালক মেহেদী হাসান।

বগুড়ার পুলিশ সুপার জানান, আরএমপির গোয়েন্দা শাখার পাঁচ সদস্য রবিবার (২৩ মার্চ) রাতে কর্তৃপক্ষকে না জানিয়ে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের রাব্বী ও জাহাঙ্গীরকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ক্যাসিনো খেলার অভিযোগে আটক করে মাইক্রোবাসে উঠায়। এরপর শেরপুর উপজেলার মির্জাপুরে মাইক্রোবাস থামিয়ে তাদের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দর কষাকষি করে নগদ দুই লাখ টাকা এবং বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে আরো এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেয়। বগুড়া জেলা পুলিশ ঘটনাটি জানতে পেরে শেরপুর ও শাজাহানপুর থানা এলাকায় তাদের ব্যবহৃত মাইক্রোবাস আটক করার চেষ্টা করে। দুই থানা পুলিশ মাইক্রোবাস আটক করতে না পেরে হাইওয়ে পুলিশের সহযো‌গিতায় বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর থানার বীরগ্রাম এলাকায় মাইক্রোবাসটি আটক করা হয়। 

পুলিশ সুপার জেদান আল মুসা জানান, মাইক্রোবাসে থাকা পাঁচজন নিজেদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয় দেন। পরে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, তারা কাউকে না জানিয়ে বগুড়ায় অসৎ উদ্দেশ্যে এসেছিলেন। পরে তাদের আটক করা হয় এবং মুক্তিপণ হিসেবে নেওয়া নগদ দুই লাখ টাকা ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

পু‌লিশ সুপার আরো জানান, ধুনট উপজেলার বাসিন্দা ওয়াহাব নামে একজন কনস্টেবল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত। তিনি ছুটি নিয়ে  দুই দিন আগে বাড়িতে আসেন। তার তথ্য মতেই রাজশাহী থেকে পাঁচ পুলিশ ধুনটে আসেন বলে প্রাথমিক অনুসন্ধনে জানা গেছে।

তি‌নি জানান, আটকদের হাইওয়ে পুলিশ ধুনট থানায় হস্তান্তর করেছে। তাদের নামে ভুক্তভোগীদের একজন বাদী হয়ে অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • অপহরণের দুদিন পর হা-মীম গ্রুপের কর্মকর্তার লাশ মিলল
  • অপহরণের দুদিন পর হামিম গ্রুপের কর্মকর্তার লাশ মিলল
  • অপহরণের দুদিন পর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার লাশ মিলল
  • বরিশালে সেনাসদস্যকে অপহরণ করে মারধর, হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিবসহ তিনজন গ্রেপ্তার
  • কক্সবাজারে গাড়ি থামিয়ে মসজিদের ইমামকে অপহরণ, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • অপহরণের মুক্তিপণ নিয়ে পালানোর সময় ৫ পুলিশ আটক
  • ঠাকুরগাঁওয়ে তরুণের হত্যাকারীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ব্যবসায়ীকে অপহরণ: যুবদলের সাবেক সভাপতি ও জানাক নেতাসহ আটক ৫
  • বিয়ের জন্য কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু