পাবনার ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর নতুনপাড়া, বিলপাড়া ও ইরকোন গেট এলাকার শতাধিক দুস্থ পরিবারের সদস্যদের প্রায় সবাই হতদরিদ্র। তাদের বেশির ভাগই শহরে বাসাবাড়িতে কিংবা মাঠে কাজ করেন। কেউ কেউ শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে ভিক্ষাবৃত্তি করেও জীবিকা নির্বাহ করেন। ঈদ এলে এসব হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবর্তে হতাশা নামে। কারণ, এসব পরিবারে নিজ থেকে ঈদের পোশাক কেনার সামর্থ্য নেই বললেই চলে। এই বিবেচনায় এবার ঈদে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের উদ্যোগে মানবিক আয়োজন করে শতাধিক দুস্থের মাঝে ‘ঈদ উপহার’ হিসবে নতুন শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস দেওয়া হয়েছে। গত বুধবার ঈশ্বরদীর সাঁড়াগোপালপুল এলাকার বিনা পয়সার পাঠশালায় এ মানবিক উদ্যোগের আয়োজন করা হয়। ঈদ উপহার দেওয়ার আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট। বিনা পয়সার পাঠশালা চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। বিনা পয়সার পাঠশালার প্রতিষ্ঠাতা ও সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের অন্যতম উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম এ আয়োজনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, পাতিবিল বস্তি ও সাঁড়াগোপালপুর এলাকার দুস্থদের তালিকা তৈরি করে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিহাব উদ্দিন, পৌর ভূমি কর্মকর্তা আফছার আলী, সুহৃদ উপদেষ্টা মনিরুল ইসলাম বাবু, ব্যবসায়ী তানজিরুল আলম মিটো, রফিকুল ইসলাম বাচ্চু, আনিসুজ্জামান সোহানসহ ঈশ্বরদীর সুহৃদরা উপস্থিত ছিলেন। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে মামা খুন, ভাগনেসহ গ্রেপ্তার ৩
রাজশাহীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে মামাকে খুনের অভিযোগে ভাগনেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব রাজশাহী ও মাদারীপুর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরের ঘোড়া চত্বর এলাকায় সুরুজ আলীকে (৪৫) মারধরের ঘটনা ঘটে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতেই নিহত ব্যক্তির বাবা রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী নগরের রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত আনিচুর রহমানের ছেলে মো. হিরো (৪০) ও আশরাফ আলী (৪৫) এবং তাঁদের মা জাহানারা বেগম (৬০)।
নিহত ব্যক্তির নাম সুরুজ আলী (৪৫)। তিনি নগরের নতুন বিলসিমলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। সুরুজ পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন।
র্যাব জানিয়েছে, নিহত সুরুজ আলীর সঙ্গে আসামিদের জমিসংক্রান্ত পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। শুক্রবার সন্ধ্যায় সুরুজসহ চারজন অটোরিকশায় লক্ষ্মীপুর এলাকা থেকে নতুন বিলসিমলার দিকে যাচ্ছিলেন। পথে ঘোড়া চত্বর এলাকায় পৌঁছালে আসামিরা তাঁদের পথ রোধ করেন। সেখানে জমি নিয়ে কথা–কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মামলার এজাহারভুক্ত আসামি আশরাফ আলীর নির্দেশে হিরো ইট দিয়ে সুরুজের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে আসামিরা তাঁর বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান।
পরে আহত সুরুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।
আজ মঙ্গলবার সকালে র্যাব রাজশাহী সিপিসি-১-এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর মামলা হলে পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।