রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ নিয়ে এক বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বিকেল ৫টায় রাজশাহী নগরীর থিম ওমর প্লাজার একটি রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।  অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন।
এই পাঠচক্রে উপস্থিত ছিলেন– সমকাল সুহৃদ সমাবেশ, রাবি সহসভাপতি সম্পা রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ খালিদ, তাজিউর রহমান তাজ, সুহৃদ সদস্য তপু, সিহাবসহ অন্যান্য সদস্য। এ ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাসপ্রেমী, শিক্ষার্থী ও সাহিত্য অনুরাগীরাও অংশগ্রহণ করেন। ‘রাইফেল রোটি আওরাত’ ড.

আনোয়ার পাশা রচিত একটি অনন্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ত্যাগ, বীরত্ব, যন্ত্রণা ও সংগ্রামের এক জীবন্ত দলিল। এই উপন্যাসে মুক্তিযুদ্ধের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে। পাকিস্তানি বাহিনীর নির্মমতা, দেশের মানুষের বেঁচে থাকার লড়াই, নারীর প্রতি পাশবিক নির্যাতন এবং যুদ্ধে অংশ নেওয়া সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ও বীরত্ব এতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এই আয়োজন প্রমাণ করে, মুক্তিযুদ্ধ কেবল অতীতের ঘটনা নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ চেতনাকে গঠনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য ও ইতিহাসচর্চার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশের সঠিক ইতিহাস জানতে পারবে এবং তাদের দেশপ্রেম আরও দৃঢ় হবে। v
সভাপতি সুহৃদ সমাবেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র

এছাড়াও পড়ুন:

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধ’ স্লোগান, আটক ৩

স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধ’ স্লোগান দিয়ে ‘পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার’ অভিযোগে তিনজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ বুধবার সকাল ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচট সোহেল পারভেজ (৪১)।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান কয়েকজন। এ সময় তারা হাতে লাল পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে ওই তিনজনকে আটক করে। 

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল কয়েকজন। এ সময় তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সম্পর্কিত নিবন্ধ