তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুই তারকা ক্রিকেটারের মধ্যে একসময় ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। পরে তাদের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। হার্ট অ‍্যাটাকে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল- জন্মদিনে এই খবর শুনে বিশেষ দিনের ‘আনন্দ মাটি হয়ে গেছে’ সাকিব আল হাসানের। বন্ধু তামিমের জন‍্য দোয়া চেয়েছেন দেশ সেরা ক্রিকেটার। ফেসবুকে তামিমের সুস্থতা কামনা করে একটি পোস্ট দিয়েছেন সাকিব।  

লিখেছেন- ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

সাবিক লিখেছেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’

আরও লিখেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন- আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ক ব আল হ স ন ম র জন র জন য

এছাড়াও পড়ুন:

জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

বুধবার (২৬ মার্চ) রূপালী ব্যাংকের পক্ষে ঢাকা উত্তর-পশ্চিম জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মুক্তার হোসেন ও মো. ফজলুর রহমান চৌধুরী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, বুধবার ভোরে প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা, জোনাল অফিস ও বিভাগীয় কার্যালয় সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধান কার্যালয়সহ সকল শাখা/কার্যালয়ের দর্শনীয় স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানার স্থাপন করা হয়। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সন্ধ্যা থেকে প্রধান কার্যালয় ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার ২৫ মার্চ  গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে প্রধান কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ