দীর্ঘদিন ধরেই ঢালিউড সিনেমার জন্য ভালো সময় যাচ্ছে না। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। কমছে প্রযোজক। এ ছাড়া অনেক প্রযোজক সিনেমা নির্মাণে এগিয়ে এসেও সিনেমা মুক্তি দিতে হিমশিম খাচ্ছেন। সম্প্রতি শোনা যাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’ মুক্তির অনিশ্চয়তার কথা। সেই অনিশ্চয়তার কথা শুনে আরেক নায়ক সিয়াম আহমেদ ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, ‘চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।’

জংলি’তে সিয়াম ও বুবলী। ছবি: ফেসবুক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

বুধবার (২৬ মার্চ) রূপালী ব্যাংকের পক্ষে ঢাকা উত্তর-পশ্চিম জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মুক্তার হোসেন ও মো. ফজলুর রহমান চৌধুরী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, বুধবার ভোরে প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা, জোনাল অফিস ও বিভাগীয় কার্যালয় সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধান কার্যালয়সহ সকল শাখা/কার্যালয়ের দর্শনীয় স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানার স্থাপন করা হয়। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সন্ধ্যা থেকে প্রধান কার্যালয় ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার ২৫ মার্চ  গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে প্রধান কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ