কিশোরগঞ্জ-৫ আসনের (নিকলী-বাজিতপুর উপজেলা) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তিনি আফজাল সুজের মালিক ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

গত রোববার মধ্যরাতে শহরের সরকারি কলেজ মোড়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

আফজাল হোসেনের আশ্রয়দাতা আফজাল সু কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মামুন মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার বাসিন্দা।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম মেহেরপুরে এলে রাতেই তাদের কাছে সাবেক এমপি আফজাল হোসেনকে হস্তান্তর করা হয়। এর আগে কিশোরগঞ্জ জেলা পুলিশ টিমের কাছে হস্তান্তরের কথা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও সাবেক এমপির নামে ঢাকায় মামলা থাকায় তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, সোমবার ভোরে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল সাবেক এমপি আফজালের। এজন্য সীমান্তের একটি চক্রের সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিও করেন তিনি। কে বা কারা তাঁকে ভারতে পালাতে সহায়তা করছিল, তা পুলিশ তদন্তের স্বার্থে জানাতে অপারগতা প্রকাশ করে।

কিশোরগঞ্জের বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, সাবেক এমপি আফজালের নামে আব্দুল কুদ্দুস হত্যাসহ বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে। এর মধ্যে বাজিতপুর থানায় আটটি ও কিশোরগঞ্জ থানায় সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর নামেও একটি মামলা রয়েছে। 

এছাড়া ঢাকাতেও আফজালের নামে মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। এ প্রেক্ষাপটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ আফজাল হোসেনকে ধরতে তৎপর ছিল।

আফজাল ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবার সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে খাল, বিল ও নদী দখল এবং প্রতিপক্ষের লোকজনকে দমন-পীড়নের অভিযোগ রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফজ ল হ স ন স ব ক এমপ ক শ রগঞ জ

এছাড়াও পড়ুন:

প্রকাশ্যে ২৬ সেকেন্ডের ভিডিও, চমক নিয়ে হাজির শাকিব

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে। আগেই জানা যায়, সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। এবার শাকিবের সঙ্গে দেখা দিলেন পশ্চিমবঙ্গের এই তারকা।

বুধবার (২৬ মার্চ) মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’র টিজার। ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিবের সঙ্গে দেখা যায় নুসরাত জাহানকে।

শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতি দেখে অনেকের চোখ কপালে উঠেছে। কেউ কেউ বলিউডের গানের সঙ্গে তুলনা করছেন! বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান।

আরো পড়ুন:

অনিশ্চয়তা বরবাদ করে ঈদে আসছে শাকিবের ‘বরবাদ’

মুক্তির মিছিলে শাকিবের ‘অন্তরাত্মা’, সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’

কেউ কেউ আবার ফেসবুকে লিখেছেন, “মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’!” টিজারটি প্রকাশের ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।

এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।

এক ভিডিও বার্তায় নুসরাত জাহান বলেন, “চাঁদ মামা’ শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়। কিন্তু এই ‘চাঁদ মামা’ পুরোপুরি ড্যান্স নাম্বার। সবাই খুব এনজয় করবেন।”

‘চাঁদ মামা’ গান রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। সম্পূর্ণ গানটি ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে।

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ