মায়ের মৃত্যুর খবর শুনে গাড়িতেই মারা গেলেন ক্যানসারে আক্রান্ত ছেলে
Published: 24th, March 2025 GMT
বয়োবৃদ্ধ মাকে চিকিৎসাধীন অবস্থায় রেখে নিজের চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন ক্যানসারে আক্রান্ত সাদেকুল ইসলাম। পথিমধ্যে জানতে পারেন, মা মারা গেছেন। এরপর নিজেও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঘটনা। আজ সোমবার সকাল ১০টার দিকে মা কদবানু (৮৫) ও বেলা দুইটার দিকে ছেলে সাদেকুল (৬৮) মারা যান। মা-ছেলের মর্মান্তিক এ মৃত্যুতে বাড়িতে চলছে মাতম, গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
কদবানু বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে সাদেকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। সাদেকুল দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। ১৫ দিন পরপর চিকিৎসার জন্য ঢাকায় যেতেন সাদেকুল। ৫ আগস্টের পর থেকে এলাকায় থাকলেও সাদেকুল আত্মগোপনে ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মোসাম্মত কদবানু বার্ধক্যের কারণে আজ সকাল ১০টার দিকে মারা যান। এর আগে সকাল নয়টার দিকে লিভার ক্যানসারের চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হন সাদেকুল। ঢাকার ৩০০ ফুট সড়ক এলাকায় পৌঁছালে সাদেকুলের সঙ্গে থাকা স্বজনেরা কদবানুর মৃত্যুর সংবাদ পান। মৃত্যুর সংবাদ শুনে গাড়িতে থাকা স্বজনেরা কান্নাকাটি শুরু করেন। স্বজনদের কান্না দেখে মায়ের মৃত্যু হয়েছে বুঝতে পেরে সাদেকুল গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। বেলা দুইটার দিকে স্বজনেরা সাদেকুলকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যার দিকে স্বজনেরা সাদেকুলের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান। আগামীকাল মঙ্গলবার দুপুরে জোহর নামাজের পর চম্পকনগর কলেজ মাঠে মা-ছেলের জানাজা অনুষ্ঠিত হবে।
সাদেকুল দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর বড় ছেলে প্রকৌশলী শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। ১৫ দিন পরপর ঢাকায় চিকিৎসার জন্য যান। আজ সকালে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হন। ৩০০ ফুট পৌঁছার পর সঙ্গে থাকা ফুফাতো ভাই সংবাদ শুনে কান্নাকাটি করেন। তা দেখে দাদি মারা গেছেন বুঝতে পেরে বাবাও সঙ্গে সঙ্গে মারা যান। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স বজন র
এছাড়াও পড়ুন:
ওসির ‘অনিয়মে’ জনতা অতিষ্ঠ, ব্যবস্থা নিতে পুলিশ সুপারের আশ্বাস
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সাধারণ মামলা দেখিয়ে গ্রেপ্তার করে টাকা আদায়, সংঘর্ষে আহতদের মামলা না নেওয়া, ফসলি জমি কাটায় জব্দকৃত ট্রাক্টর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। তার এহেন কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল সন্ধ্যায় বিজয়নগরের চান্দুরা থেকে নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন ও তার ভগ্নিপতি মো. সালমানসহ চারজনকে আটক করেন ওসি। এক লাখ ৫ হাজার টাকা নিয়ে তাদের মারধর করে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। ১৫ রমজানের দিন উপজেলার ভিটিদাউদপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় রত্না আক্তারের ভাই সোহরাব মিয়া আহত হলে ওসি মামলা নেননি, বরং প্রতিপক্ষের মামলা নিয়েছেন। গত ফেব্রুয়ারিতে মধ্যরাতে হরষপুর থেকে দুটি ট্রাক্টর জব্দ করার পর এক লাখ টাকা নিয়ে ওসি এসব ছেড়ে দেন। দ্বিতীয় দফায়, আরো তিনটি ট্রাক্টর জব্দের পর ৬৭ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘চাচাতো ভগ্নিপতি মো. সালমানকে সৌদিআরবে পাঠানোর জন্য বিজয়নগরের কাঠমিস্ত্রি ও ফার্নিচার ব্যবসায়ী সালাম মিয়ার কাছে যাওয়ার সময় ওসি গাড়ি থামান। তল্লাশির সময় এক লাখ ১০ হাজার টাকা পাওয়া গেলে, ভগ্নিপতিকে মারধর করে থানায় নিয়ে যান। পরদিন ১৫১ ধারায় গ্রেপ্তার করে জামিন নেন। যদিও টাকা ফেরত দিতে ভিডিও করা হয়, তবু মাত্র ৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।’’
বিজয়নগরের সাতগাঁও উত্তরপাড়া গ্রামের শাহীন মিয়া জানান, ঈদের দিন সকালে পূর্ববিরোধের কারণে সাতজন তাকে মারধর করেন। এই ঘটনায় ওসি মামলা নথিভুক্ত করেননি।
ভিটিদাউদপুর গ্রামের রত্না আক্তার অভিযোগ করেন, বিদ্যুতের সংযোগ নিয়ে পূর্ববিরোধে তাদের ওপর হামলা চালানো হয়। তার ভাই সোহরাব মিয়াকে ছুরিকাঘাত করা হয়। তবে, ওসি প্রতিপক্ষের মামলা নেন এবং তাদের মামলা নথিভুক্ত করেননি।
সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের সালমা সুলতানার মাথায় ও হাতে দা দিয়ে কোপ দেয় প্রতিবেশী মাচ্চু মিয়া, তবে ওসি প্রথমে মামলা নথিভুক্ত করেননি। পরে, ভাতিজার মাধ্যমে তিনদিন পর মামলাটি নথিভুক্ত করেন।
এক গ্রামবাসী জানান, ফেব্রুয়ারিতে ওসি রওশন আলী দুটি ট্রাক্টর জব্দ করেন এবং এক লাখ টাকা নিয়ে ছেড়ে দেন। পরবর্তী সময়ে, আরো তিনটি ট্রাক্টর জব্দ করা হলে ৬৭ হাজার টাকা নিয়ে ছাড় দেয়।
বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের খাবিবুর রহমান মনির এবং চান্দুরা ইউনিয়নের সাতগাঁ গ্রামের মিলন মৃধা ফেসবুকে ওসির বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং দ্রুত ওসির প্রত্যাহারের দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের আইনজীবী নাসির মিয়া বলেন, ‘‘ওসি যদি মামলা নথিভুক্ত না করেন, তাহলে তাকে নোট দেওয়া উচিত।’’
তবে, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী অভিযোগগুলোর সত্যতা অস্বীকার করেন। পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, ‘‘যদি পুলিশের কেউ কোনো অপরাধ বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তবে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
চট্টগ্রাম পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, ‘‘ঘটনার বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেব।’’
ঢাকা/মাইনুদ্দীন/এনএইচ