‘শক্তিশালী প্রতিপক্ষ’ ব্রাজিলকে নিয়ে কী বললেন স্কালোনি
Published: 24th, March 2025 GMT
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তাপ আর রোমাঞ্চ। ‘সুপার ক্লাসিকো’র এই ম্যাচটি ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার পারদও থাকে বেশ উঁচুতে। বাংলাদেশ সময় বুধবার সকালে তেমনই এক উত্তাপের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
এই ম্যাচের আগে দুই দল এখন ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে। এর মধ্যে প্রতিপক্ষ ব্রাজিলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ব্রাজিলকে ‘শক্তিশালী প্রতিপক্ষ’ উল্লেখ করে বলেছেন, ম্যাচটি তাদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে।
কাতার বিশ্বকাপ থেকে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে সেই ছন্দ এখনো ধরে রেখেছে তারা। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়েও সবার ওপরে আছে আর্জেন্টিনা।
আরও পড়ুনআর্জেন্টিনা কোচ স্কালোনি সন্তুষ্ট হবেন না কেন২২ মার্চ ২০২৫এখন সুযোগ আছে সবার আগে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগও। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকিট পাবে আর্জেন্টিনা। তবে এর আগে নিজেদের ম্যাচে বলিভিয়া জয় না পেলেও মাঠে না নেমেই বিশ্বকাপ নিশ্চিত হবে ‘আলবিসেলেস্তেদের’।
দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন ব শ বক প
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি ব্রাজিল
ম্যাচের আগে গালকাটা কথা বলেছিলেন ব্রাজিলের বার্সেলোনা তারকা রাফিনিয়া, ‘আমরা তাদের মাঠে হারাব, মাঠের বাইরেও হারাব।’ সঙ্গে তির্যক ভাষায় গালিও দিয়েছিলেন।
অথচ ম্যাচে আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে পাত্তাই পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে আলবিসেলেস্তেরা ৪-১ গোলের জয় তুলে নিয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে পা রেখেছে।
অন্য দিকে ব্রাজিলের সঙ্গী হয়েছে লজ্জা। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে প্রথমবার ব্রাজিল ৪-১ গোলের বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি সেলেসাওরা।
ম্যাচে আর্জেন্টিনার হয়ে ৪ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেজ। ১২ মিনিটে ব্যবধান ২-০ করেন এনজো ফার্নান্দেজ। এরপর ম্যাচে গোলপোস্টে একমাত্র শট নিয়ে ২৬ মিনিটে এক গোল শোধ করে ব্রাজিল। ৩৭ মিনিটে ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার পক্ষে তৃতীয় গোল করেন। জুলিয়ানো সিমিওনে ৭১ মিনিটে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।