রাজধানীর পল্টন কালভার্ট রোড এলাকায় একটি বাসায় রান্না করার সময় জ্বলন্ত চুলার ওপর পড়ে দগ্ধ হয়েছেন মা ও মেয়ে। তারা হলেন– হোসনে আরা (৬৩) ও তাঁর মেয়ে তাসলিমা সুলতানা (৪০)। সোমবার দুপুরে এ দুর্ঘটনার পর ভবনটির বাসিন্দা সালাউদ্দিন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

তিনি বলেন, হোসনে আরা অসুস্থ, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত। দুপুরে রান্না করতে গিয়ে চুলার ওপরে পড়ে যান। তাঁর চিৎকার শুনে মেয়ে তাসলিমা বাঁচাতে এগিয়ে গেলে তিনিও দগ্ধ হন। পরে তাদের বাসা থেকে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে গিয়ে দেখি তারা দগ্ধ হয়ে পড়ে আছেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, হোসনে আরার শরীরের ৮৮ শতাংশ ও তাসলিমা সুলতানার ২ শতাংশ দগ্ধ হয়েছে। হোসনে আরার অবস্থা আশঙ্কাজনক।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দাখিল পরীক্ষা ২০২৫–এর নতুন রুটিন, বদলে গেল বাংলা প্রথম পত্র–উচ্চতর গণিত পরীক্ষার তারিখ

২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচি (রুটিন) আবার সংশোধন করা হয়েছে। নতুন সংশোধিত রুটিনে বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন রুটিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ২০ এপ্রিল।

আর উচ্চতর গণিতের পরীক্ষা নতুন রুটিনে অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ১৩ মে।

আজ বুধবার মাদরাসা শিক্ষা বোর্ড এ নতুন রুটিন প্রকাশ করেছে। বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ