মাদক মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন, অপর ভাই খালাস
Published: 24th, March 2025 GMT
জামালপুরে মাদক মামলায় এক ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরেক ভাইকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আবুবকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ভুট্টু মিয়া ও খালাসপ্রাপ্ত মনু মিয়া দুই ভাই। তারা বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুট্টু মিয়া ও মনু মিয়া পালানোর চেষ্টা করেন। এ সময় মনু মিয়া পালিয়ে গেলেও ৩১ গ্রাম হেরোইনসহ ভুট্টু মিয়াকে আটক করা হয়। পরে দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং একই বছর ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১১ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ভুট্টু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। আর মনু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ.
ঢাকা/শোভন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্বাধীনতা দিবসে নানা আয়োজন
ছবি: ইকবাল হোসেন