অনেকে বলে রাজনীতি আমি বুঝি কম, কম বুঝেই আমি খুশি: নায়াব ইউসুফ
Published: 24th, March 2025 GMT
জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ‘আমি ছোটবেলা থেকে যে রাজনীতি দেখেছি তা হলো মানুষের জন্য কল্যাণের রাজনীতি। এর চেয়ে বেশি রাজনীতি আমি দেখি নাই, এর থেকে বেশি রাজনীতি বুঝি নাই।’
আজ সোমবার ফরিদপুরে নায়াব ইউসুফের মা শায়লা কামালের মৃত্যুতে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে ফরিদপুর সদরের কমলাপুর ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি এ বি এম সাত্তার।
‘অনেকে বলে রাজনীতি আমি বুঝি কম, কম বুঝেই আমি খুশি’—উল্লেখ করে নায়াব ইউসুফ বলেন, ‘আজকে আমি যা, রাজনীতিতে যতটুকু আমি করেছি, পেরেছি তা সম্ভব হয়েছে আমার পরিবারের জন্য। আমার যে শিক্ষা, তা আমার পরিবারেরই শিক্ষা। আমি যে রাজনীতির ধারাবাহিকতায় এসেছি, সে রাজনীতি হলো নীতি–আদর্শের রাজনীতি। কারণ আমার পরিবারে যে রাজনীতি করে এসেছে, যে ভালোবাসা অর্জন করেছে তারই প্রতিফল হলো আমার এ রাজনীতি।
বিএনপির নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নায়াব ইউসুফ বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে একটি নতুন ফরিদপুর গড়ে তুলি। যে ফরিদপুরে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নীতি–আদর্শ মেনে বড় মনের পরিচয় দিয়ে আমরা রাজনীতি করতে পারি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, সদস্যসচিব এ কে কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন ও জুলফিকার হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী শায়লা কামাল (৭৬) ১২ মার্চ ভোরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন য় ব ইউস ফ ব এনপ র র জন ত
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি ব্রাজিল
ম্যাচের আগে গালকাটা কথা বলেছিলেন ব্রাজিলের বার্সেলোনা তারকা রাফিনিয়া, ‘আমরা তাদের মাঠে হারাব, মাঠের বাইরেও হারাব।’ সঙ্গে তির্যক ভাষায় গালিও দিয়েছিলেন।
অথচ ম্যাচে আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে পাত্তাই পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে আলবিসেলেস্তেরা ৪-১ গোলের জয় তুলে নিয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে পা রেখেছে।
অন্য দিকে ব্রাজিলের সঙ্গী হয়েছে লজ্জা। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে প্রথমবার ব্রাজিল ৪-১ গোলের বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি সেলেসাওরা।
ম্যাচে আর্জেন্টিনার হয়ে ৪ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেজ। ১২ মিনিটে ব্যবধান ২-০ করেন এনজো ফার্নান্দেজ। এরপর ম্যাচে গোলপোস্টে একমাত্র শট নিয়ে ২৬ মিনিটে এক গোল শোধ করে ব্রাজিল। ৩৭ মিনিটে ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার পক্ষে তৃতীয় গোল করেন। জুলিয়ানো সিমিওনে ৭১ মিনিটে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।