ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সোমবার বিকেএসপির দুই ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এক ম্যাচ মিলিয়ে পাঁচ ব্যাটার সেঞ্চুরি করেছেন। এর মধ্যে প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ম্যাচে তিন সেঞ্চুরি হয়েছে।  

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব ৯ উইকেট হারিয়ে ২০১ রান তোলে। ফজলে মাহমুদ রাব্বি ৮৭ রান করেন। জিয়াউর রহমান খেলেন ৫৭ রানের ইনিংস। 

জবাবে আবাহনী লিমিটেড ৩৯.

২ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। দলটির ওপেনার পারভেজ ইমন ১৩৩ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। ১৩টি চার ও পাঁচটি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটার। মোসাদ্দেক হোসেন ফিফটি করেন। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ৩ উইকেট হারিয়ে ৩২১ রান করে। রাজশাহীর ওপেনার সাব্বির হোসেন ১২১ বলে ১০২ রানের ইনিংস খেলেন। সাতটি চার ও পাঁচটি ছক্কা মারেন তিনি। উইকেটরক্ষক ইরফান শুক্কুর ৯৪ বলে ১০৭ রান করেন। তিনি আটটি চারের সঙ্গে চারটি ওভার বাউন্ডারি মারেন। 

জবাবে অগ্রণী ব্যাংক ১৫ বল থাকতে ২৮৭ রান করে অলআউট হয়। পরাজিত হয় ৩৪ রানে। অগ্রণী ব্যাংকের হয়ে ওপেনার সাদমান ৬৮ রান করেন। তিনে নামা অধিনায়ক ইমরুল কায়েস ১১৫ বলে ১১৬ রানের ইনিংস খেলেন। ১১টি চারের সঙ্গে চারটি ছক্কা মারেন এই ব্যাটার। মিডল ও লোয়ার মিডলের ব্যর্থতায় হেরেছে দলটি। 

বিকেএসপির তিন নম্বর মাঠে তামিমের দল মোহামেডান ৭ উইকেটে শাইনপুকুরকে হারিয়েছে। টস করলেও অসুস্থ হয়ে যাওয়ায় তামিম ম্যাচটি খেলতে পারেননি। শাইনপুকুর এক বল থাকতে ২২৩ রানে অলআউট হয়। মোহামেডানের মেহেদী মিরাজ ওপেনিংয়ে নেমে ১০৩ রানের ইনিংস খেলে দলকে জেতান।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল র ন র ইন র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

তামিমকে মিরাজদের জয় উপহার

তামিমের মোহামেডানের জয়ের নায়ক মিরাজ

বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে ফিল্ডিংয়ে পেয়েছিলেন তামিম। এরপর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয় মোহামেডান অধিনায়ককে। অধিনায়ক ছাড়াই ফিল্ডিং করে শাইনপুকুরকে ২২৩ রানে অলআউট করে মোহামেডান। ওপেনার মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে রানটা ৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় মোহামেডান। অষ্টম ম্যাচে মোহামেডানের এটি ষষ্ঠ জয়। দলটি আছে পয়েন্ট তালিকার দুইয়ে।

রনি তালুকদারের সঙ্গে উদ্বোধনী জুটিতেই ১৬৪ রান যোগ করেন মিরাজ। এই রানের ১০৩-ই করেছেন মিরাজ। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি, ঢাকা লিগে প্রথম। ৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করা মিরাজই আউট হয়েছেন সবার আগে। রনি ফেরেন দলকে ১৭৪ রানে রেখে ব্যক্তিগত ৬১ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। মাহিদুল, সাইফউদ্দিন ও নাসুমরা বাকি কাজটা সারেন।

এর আগে ১০৭ রানেই শাইনপুকুরের ৭ উইকেট তুলে নিয়েছিল মোহামেডান। এরপর শরীফুল ইসলামকে (৫৭) নিয়ে শাইনপুকুর অধিনায়ক রাইয়ান রাফসান (৭৭) ৭৭ রানের জুটি গড়েন। মোহামেডানের বাঁহাতি স্পিনার তাইজুল ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন।

পারভেজের সেঞ্চুরি, আবাহনীর সপ্তম জয়

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টস ক্লাব করে ৯ উইকেটে ২০১ রান। রানটা ১০.৪ ওভার ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী। দলটির ওপেনার পারভেজ হোসেন ১৩৩ বলে ১২৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৩টি চার ও ৫ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। পারভেজ ছাড়া আবাহনীর হয়ে ফিফটি পেয়েছেন মোসাদ্দেক হোসেন (৫৪)। ধানমন্ডির অফ স্পিনার এনামুল হক ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন ফজলে রাব্বি। এ ছাড়া জিয়াউর রহমান ৫৭ রান করেছেন। আবাহনী ফাস্ট বোলার নাহিদ রানা ৪৫ রানে নেন ৪ উইকেট।

সাব্বির-ইরফানের সেঞ্চুরি, প্রাইম ব্যাংকের পঞ্চম জয়

ওপেনার সাব্বির হোসেন (১২১ বলে ১০২) ও অধিনায়ক ইরফান শুক্কুরের (৯৪ বলে অপরাজিত ১০৭) সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩২১ রান করে প্রাইম ব্যাংক। ইনিংসের শেষ দিকে ৩৩ বলে ৪৮ রান করেন শাহাদাত হোসেন।

রান তাড়ায় অধিনায়ক ইমরুল কায়েস (১১৫ বলে ১১৬) সেঞ্চুরি পেলেও ২৮৭ রানে অলআউট হয়ে ৩৪ রানে হেরেছে অগ্রণী ব্যাংক। প্রাইম ব্যাংকের দুই স্পিনার রিশাদ হোসেন ও আরাফাত সানি নিয়েছেন ৩টি করে উইকেট।

সম্পর্কিত নিবন্ধ

  • এনামুলের আরেকটি সেঞ্চুরির দিনে সামিউলের পাঁচ
  • অভিষেকে রাতুলের ফাইফার, বিজয়ের সেঞ্চুরিতে লিটনদের হার 
  • তামিমকে মিরাজদের জয় উপহার