তারকাদের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভ্রান্ত করা নতুন ঘটনা নয়। এর আগে বহু তারকার নাম দিয়ে ভুয়া পেজ খুলে অপরাধ করেছে দেশের সক্রিয় একটি চক্র। যাদের অনেকেই হয়েছে গ্রেপ্তার। এবার নন্দিত অভিনেত্রী অপি করিমের নাম দিয়ে খোলা হয়েছে বেশ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি ও পেজ। 

অপির ভুয়া ফেসবুক পেজ আর আইডিগুলো বেশ জনপ্রিয়। যেগুলোতে লাখের বেশি অনুসারী রয়েছে। যেগুলো থেকে প্রতিনিয়ত নানা বিষয়ে পোস্ট করা হচ্ছে; যা নিয়ে বেশ বিরক্ত অপি করিম।

বিষয়টি নিয়ে সমকালকে তিনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমার নামে ভুয়া আইডি খুলে বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালিয়ে আসছে কে বা কারা। আমার নামে আইডিগুলো তারা কেন খুলল, কিছুই বুঝতে পারছি না। আমার সব খবর তাদের কাছে থাকে। ওই আইডি দেখে মনে হতেই পারে, ওটাই আমার আইডি। এতে আমি খুবই বিরক্ত হচ্ছি।’

এরপর গতকাল দুপুরে বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টও করেছেন এ বরেণ্য অভিনেত্রী। ভুয়া পেইজ আর আইডিগুলো নিয়ে অপি লিখেছেন, ‘আমার জীবনযাপন নিয়ে আমার অনেক আরাম! আমার অনেক বন্ধু নেই, আমি অনেক হট্টগোল পছন্দ করি না! পরিবার, কাজ, বই পড়া, ছবি আঁকা, গাছের যত্নে সারাদিন কেটে যায়!’

নিজের মোবাইল ফোন বিষয়ে অপি লিখেছেন, ‘ভাই-বোন আত্মীয়স্বজন দেশের বাইরে থাকার কারণে ফোন বিশেষ প্রয়োজনীয় জিনিস! গুরুত্বপূর্ণ কাজের জন্য  ব্যবহার করতেই হয়! এর বাইরে আমার সঙ্গে ফোন থাকে খুবই কম! ফোনে তেমন ছবিও তোলা হয় না, সেলফির অভ্যা স নেই!’ 

ফেসবুকে নিজের আইডি প্রসঙ্গে অপি করিম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমার আইডি আছে, যা ভেরিফায়েড করা। কিন্তু তাতে বিচরণ নেই বললেই চলে! এমন কি আমি পারতপক্ষে মোবাইল ফোনে কোনো কনটেন্ট দেখি না! আয়েশ করে টিভিতেই দেখি! আর হ্যাঁ, জ্যা মে বসে চোখ বন্ধ করে শুনি ইউটিউব খেকে গল্প। চোখের আরাম, মনেরও! তাই মনে হয় সময় অনেকটাই বেঁচে যায় আমার! এবং আমার তাতেই শান্তি!

নিজের নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজগুলো যারা খুলেছেন তাদের নিয়ে অপি করিম লিখেছেন, ‘আপনারা যা লিখেন আমার হয়ে, আমি ওইভাবে কথা বলি না, লিখিও না! আমার লেখার সঙ্গে আমার কাছের মানুষ আর অনেক ভক্ত পরিচিত! তাদের আপনারা ওইগুলো ‘আমার কথা’ বলে বিশ্বাস করাতে পারবেন না! আপনার যদি এত ইচ্ছা থাকে লিখতে তাহলে নিজের নামে লিখতে বসুন, অন্যাকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন! 


এত কষ্ট করে লিখছেন, কৃতিত্ব আপনারই প্রাপ্য! মিথ্যার ওপর ভর করে কারোর নাম দিয়ে লেখার যদি সাহস থাকে, তাহলে নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান! আপনারা এত কষ্ট করে আমার নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে অনুগ্রহপূর্বক নিজেদের বিরত রাখুন! সময় নষ্ট করছেন! তার চেয়ে চোখ বন্ধ করে গল্প শুনুন বা চোখ খুলে বই পড়ুন! প্রযুক্তির অনেক গুণ, ওটা ব্যটবহার করি যথাযথভাবে!

পরিশেষে তিনি বলেন, ‘আমরা নিজেরা ভালো থাকি, অন্যকে ভালো রাখি।’

প্রসঙ্গত, ফেসবুকে অপির ভুয়া এ পেজগুলো দীর্ঘদিন ধরেই সক্রিয়। যেখানে এর আগেও অভিনেত্রীর পারিবারিক ছবি শেয়ার করা হয়েছে। এ ছাড়া তাঁর নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত র র অন ক র আইড আপন র

এছাড়াও পড়ুন:

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর শহীদ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সকাল ৬টার দিকে তিনি ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।

প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর একে একে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

সম্পর্কিত নিবন্ধ