২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বুধবার বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। হাই ভোল্টেজ এ ম্যাচে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র একাদশে ছয়টি পরিবর্তন এনেছেন জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে ব্রাজিল, সেই দলের ছয়জন থাকছেন না আর্জেন্টিনার বিপক্ষে প্রথম একাদশে, এমন খবরই জানিয়েছে গ্লোবো।

আরও পড়ুনবাংলাদেশ-ভারত ম্যাচ এখন যেন হামজা-ছেত্রী লড়াই১ ঘণ্টা আগে

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের গোলপোস্টে ছিলেন আলিসন বেকার, বাঁ পাশের সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়েল মাগালাইস, সেন্ট্রাল মিডফিল্ডে ব্রুনো গিমারেস এবং গারসন। কলম্বিয়ার বিপক্ষে মাথায় চোট পেয়ে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন আলিসন। একই ম্যাচে বাছাইপর্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েন গ্যাব্রিয়েল ও ব্রুনো এবং বাঁ ঊরুতে চোট পান গারসন। এই চার খেলোয়াড়ের বদলি হিসেবে গত পরশু স্কোয়াডে গোলকিপার ওয়েভরতন, ডিফেন্ডার বেরালদো, মিডফিল্ডার হোয়াও গোমেজ ও এদেরসনকে ডাকেন দরিভাল।

ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আড়াই বছরেও চালু হয়নি মহারাজা স্কুল ট্র্যাজেডি নিয়ে নির্মিত স্মৃতিসৌধ জাদুঘর

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ