ঈদে মুক্তির অপেক্ষায় আলোচিত সব তারকার সিনেমা। এসব সিনেমার ট্রেলার, টিজার, গান নিয়ে সরগরম ঢালিউড। ঈদের সিনেমার বাজেট নিয়ে প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলেছেন মনজুরুল আলম
রমজান মাস শুরুর কয়েক দিন আগেই আসে জ্বীন–৩ সিনেমার শুটিং শুরুর খবর। টানা কাজ করে কিছুদিন আগেই গান দিয়ে শেষ হয় সিনেমাটির শুটিং। মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে সেসব উড়িয়ে দিলেন প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, ‘আমাদের সিনেমার কাজ শেষ। ইতিমধ্যে আমরা সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দিয়েছি।’
জ্বীন–৩ সিনেমায় পোস্টার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারত থেকে এলো আমদানির ১০ হাজার টন চাল
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই চাল আমদানির কার্যক্রমটি প্যাকেজ-৮ এর আওতায় সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত দেশে পৌঁছেছে মোট ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ টন চাল। সর্বশেষ আসা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং খালাস কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা/আসাদ/এনএইচ