হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে আছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল খান। আজ সোমবার (২৪ মার্চ) সকালে তার দুই দফা হার্ট অ্যাটাক হয়। প্রথম দফায় সামান্য সমস্যা হলেও দ্বিতীয় দফায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়।

এরপর তাকে হাসপাতালে ভর্তি করলে হার্টে ব্লক ধরা পড়ে এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তামিম ইকবালের জন্য প্রার্থনা করছে গোটা দেশ। এক সময়ে তিনি যেসব দেশি ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন তারা সুস্থতা কামনা করার পাশাপাশি প্রার্থনাও করছেন।

আরো পড়ুন:

তামিমের সুস্থতা প্রার্থনায় গোটা দেশ

তামিমের সুস্থতা প্রার্থনায় গোটা দেশ

সাবেক সতীর্থ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে নিয়ে দুই দফা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রথমে লিখেন, ‘‘তোর কাছে যাইতে পারলামনা ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোক দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাআল্লাহ্।’’

এরপর লিখেন, ‘‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’’

ভারতের সাবেক অলরাউন্ডার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা! ? Get well soon Tamim Iqbal! ?

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ লিখেন, ‘‘তামিম ইকবাল ভাই বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এবং তার অবস্থা খারাপ। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে তাকে আপনার প্রার্থনায় রাখুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। ?

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘‘আজ সকালেও একসাথে কতো হাসি-খুশি ছিলাম!!  মুহূর্তেই সব বদলে গেলো!! আপনি অপারেশন থিয়েটারে আর আমরা এদিকে আপনাকে ছাড়া মাঠে ব‍্যস্ত। কেমনটা লাগছিল বলে বোঝাতে পারবো না। আপনাকে আমি হাসি-খুশি দেখতে চাই, হাসপাতালের বিছানায় নয়। জলদি ফিরে আসুন ভাই। আল্লাহপাকের কাছে সেই সকাল থেকেই আপনার জন‍্য প্রার্থনা করছি?।

লিটন দাস লিখেছেন, ‘‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের সবার দোয়া আছে আপনার সাথে।’’

জাকের আলী অনিক লিখেছেন, ‘‘তামিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।’’

ইমরুল কায়েস লিখেছেন, ‘‘আজ মাঠে খেলতে খেলতেই শুনলাম, তামিম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ম্যাচের মাঝেই, ঠিক বিকেএসপিতে। খবরটা শোনার পর থেকে মনটা ভারী হয়ে গেছে, এমন কিছু হবে তা কখনো ভাবিনি। ওকে কখনো হার মানতে দেখিনি, আজও জানি ও এই লড়াই জিতবেই। আশা করি, তামিম, তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি, দোস্ত! আল্লাহ তোকে দ্রুত সুস্থ করে দিক। দোয়া আর ভালোবাসা রইল তোর জন্য।’’

রিশাদ হোসেন লিখেছেন, ‘‘তামিম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। অনেক অনেক দোয়া রইল, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’’

ফরচুন বরিশাল তাদের ফেসবুক পেইজে লিখেছে, ‘‘তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, দেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশকে অসংখ্য জয়ের আনন্দ দিয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বমানের একজন ব্যাটসম্যান হিসেবে। সাম্প্রতিক সময়ে তিনি  খুব অসুস্থ হয়ে পরেছেন, তাই মহান আল্লাহর নিকট তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনায় সবাই দোয়া করবেন। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে মাঠে ফিরে আসবেন।’’

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের একটা ছবি পোস্ট করে লিখে, ‘‘Get well soon, Tamim Iqbal ? পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ম ম ইকব ল ত ম ম ইকব ল আল ল হ ত স স থ হয় র জন য আপন র

এছাড়াও পড়ুন:

‘বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে বিসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা তার কোচিং ক্যারিয়ারের ভবিষ্যত ধ্বংস করে দিয়েছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করে বিসিবি। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাথুরুসিংহে। তার ভাষায়, ‘তারা আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার কোনো সুযোগ দেয়নি। শুধু অভিযোগের ভিত্তিতে আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে।’

সেই সময়কার রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগও তুলে ধরেছেন হাথুরুসিংহে। জানান, বরখাস্ত হওয়ার পর তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছিলেন। ‘সাধারণত আমার সঙ্গে একজন ড্রাইভার ও একজন বন্দুকধারী থাকত। কিন্তু ওই দিন শুধু ড্রাইভার ছিল। তখনই বুঝেছিলাম, কিছু একটা ঘটেছে।’

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে টিভিতে নিজের চাকরিচ্যুতির খবর দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ব্যাংক ম্যানেজারও তাকে সতর্ক করে বলেন, রাস্তায় বের হলে বিপদ হতে পারে। পরে এক বন্ধুর সহায়তায় টুপি ও হুডি পরে মধ্যরাতের ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন এই শ্রীলঙ্কান কোচ। নাসুমের ঘটনার ব্যাখ্যায় হাথুরু বলেন, ‘আমি কাউকে চড় মারিনি। আসলে আমি ব্যাটসম্যানদের গ্লাভস পাঠাতে বলছিলাম, তাই পিঠে হালকা টোকা দিই। এটাকে চড় বলা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।’

এই ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ নিক পোথাস ও স্পিন কোচ রঙ্গনা হেরাথও। হেরাথ বলেন, ‘বিশ্বকাপে তার চারপাশে সবসময় ক্যামেরা ছিল। এমন কিছু ঘটলে তার ভিডিও বের হতোই।’ পোথাস যোগ করেন, ‘এটা খুবই স্পষ্ট যে, কেউ হয়তো তার প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকে এ ধরনের অভিযোগ এনেছে।’

হাথুরুসিংহে মনে করেন, তাকে বরখাস্ত করা ছিল বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের পরিকল্পিত পদক্ষেপ। ‘আমি জানি না, গত ছয় মাসে কতগুলো চাকরির সুযোগ হারিয়েছি। বিসিবি শুধু আমার চাকরি নয়, আমার পুরো কোচিং ক্যারিয়ার শেষ করে দিয়েছে,’ বলেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ