উপজেলা পর্যায়ে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে খোলাবাজারে (ওএমএস) খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার। এখন থেকে প্রতি উপজেলায় ৩ টন চালের পরিবর্তে ৪ টন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪০১ একটি উপজেলায় খোলাবাজারে খাদ্যসহায়তা দেওয়া হয়। আগে উপজেলাপ্রতি বরাদ্দ ছিল ৩ টন। এখন থেকে সেটা ৪ টনে উন্নীত করা হবে। খোলাবাজারে প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করছে সরকার।

তবে পার্বত্য অঞ্চলের ৩ জেলার ২৩টি উপজেলায় প্রতিদিন ১ টন চাল বিক্রি করা হচ্ছে। সারা দেশে ১ হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক ও দোকানের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকা ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার ১ হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চলমান আছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

উপজেলা পর্যায়ে খোলাবাজারে চালের বরাদ্দ বাড়াচ্ছে সরকার

উপজেলা পর্যায়ে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে খোলাবাজারে (ওএমএস) খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার। এখন থেকে প্রতি উপজেলায় ৩ টন চালের পরিবর্তে ৪ টন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪০১ একটি উপজেলায় খোলাবাজারে খাদ্যসহায়তা দেওয়া হয়। আগে উপজেলাপ্রতি বরাদ্দ ছিল ৩ টন। এখন থেকে সেটা ৪ টনে উন্নীত করা হবে। খোলাবাজারে প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করছে সরকার।

তবে পার্বত্য অঞ্চলের ৩ জেলার ২৩টি উপজেলায় প্রতিদিন ১ টন চাল বিক্রি করা হচ্ছে। সারা দেশে ১ হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক ও দোকানের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকা ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার ১ হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চলমান আছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ওএমএস চালু করতে যাচ্ছে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট