তিন সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়
Published: 24th, March 2025 GMT
প্রাইম ব্যাংকের সাব্বির হোসেন ও ইরফান শুক্কুর সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছিলেন বড় পুঁজি। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস সেঞ্চুরিতে দিলেন জবাব। সাথে ফিফটিও করলেন সাদমান ইসলাম। কিন্তু বড় রান তাড়া করে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
তিন সেঞ্চুরির ম্যাচে শেষ হাসিটা হেসেছে প্রাইম ব্যাংক। সাভারের বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক ৩ উইকেটে ৩২১ রান করে। জবাবে অগ্রণী ব্যাংক সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রানের বেশি করতে পারেনি। প্রাইম ব্যাংকের ওপেনার সাব্বির ১২১ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০২ রান করেন। অধিনায়ক ইরফান শুক্কুর ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন ১০৭ রান। এছাড়া ৪৮ রানে অপরাজিত থাকেন শাহাদাত হোসেন। ৩৩ বলে ২ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া জাকির হাসান ২৬ ও নাঈম শেখের ব্যাট থেকে আসে ৩২ রান।
অগ্রণী ব্যাংক শুরু থেকে জবাব দিচ্ছেল ভালো। ১৬ বলে ৩ বাউন্ডারিতে দ্রুত ২৩ রান করেন প্রীতম। সাদমান ৮২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন। সাদমান ফিফটির পরপরই সাজঘরে ফিরলেও ইমরুল তুলে নেন সেঞ্চুরি। লিগে এটি তার প্রথম সেঞ্চুরি হলেও এর আগে ৯৪, ৫০, ৬২ ও ৮৬ রানের ইনিংস খেলেছেন। এবার তিন অঙ্কের দেখা পেলেও দলকে জেতাতে পারেননি। ১১৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১৬ রান করেন। বাকিরা এরপর জয়ের কাজটা আর করতে পারেননি।
আরো পড়ুন:
পারভেজের সেঞ্চুরিতে আবাহনীর জয়রথ ছুটছে
রাকিবের ব্যাটে পারটেক্সের রোমাঞ্চকর জয়, বৃষ্টির পেটে বিকেএসপির ম্যাচ
দুই স্পিনার রিশাদ হোসেন ও আরাফাত সানী ৩টি করে উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। প্রাইম ব্যাংকের এটি আট ম্যাচে পঞ্চম জয়। অগ্রণী ব্যাংকের সমান ম্যাচে তৃতীয় হার।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট
এছাড়াও পড়ুন:
পুড়ে যাওয়া মার্কেটের মালিকের কাছে চাঁদা চেয়েছিলেন যুবদল নেতা, অডিও ভাইরাল
খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে পুড়ে যাওয়া অস্থায়ী মার্কেটের মালিক রাসেল মিয়ার সঙ্গে যুবদল নেতা নাজমুল হুদা সাগরের চাঁদা চাওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত ১৯ মার্চ আগুনে পিকচার প্যালেস সুপার মার্কেট পুড়ে যায়। ফোনালাপটি এর কয়েকদিন আগের। সাগর খুলনা মহানগর যুবদলের সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক। যুবদলের ওই কমিটির সভাপতি মাহাবুব হাসান পিয়ারু গত ২৩ মার্চ রাতে মুক্তিপণের দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
১ মিনিট ৫৪ সেকেন্ডের ফোনালাপের শুরুতে মার্কেট মালিক রাসেলকে সাগর বলেন, ‘তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো না, এটা কি ঠিক হচ্ছে তোমার?’
জবাবে রাসেল বলেন, ‘ভাই, আমি আছি খুব বিপদে।’
তখন সাগর বলেন, ‘তুমি আমারে বলছো টাকা দিয়ে যাবা, তুমি পাঁচ মাসেও আমার সঙ্গে যোগাযোগই করলে না। এটা তোমার কাছে আমি প্রত্যাশা করি?’
রাসেল বলেন, ‘ভাই টাকা ইনকাম করাই এখন কঠিন হয়ে গেছে।’
উত্তরে সাগর বলেন, ‘কেন ইনকাম কঠিন হয়ে গেল কেন? তুমি আমারে প্রথমে বললা ৫০ হাজার করে দিবা পিকচার প্যালেস থেকে। সেদিন বললা না ভাই ৩০ হাজার করে দিব। একটা টাকাও দিলা না। তুমি তো মেলাটেলা করতেছো।’
মার্কেট মালিক বলেন, ‘আমি মেলা করছি না। মন্টুর মেলায় কয়েকটি স্টল দিয়েছি।’ এরপর আরও কিছু কথা হয় দু’জনের মধ্যে।
শেষে যুবদল নেতা বলেন, ‘যাই হোক তুমি আমার সঙ্গে যে কমিটমেন্ট করেছো সেটা কি রাখবা, না রাখবা না ? সেটা বললেই হয়ে যায়।’
মার্কেট মালিক বলেন, ‘এখন পিকচার প্যালেসের যে অবস্থা, আছি খুব বিপদে। দোকানদারদের বেচাকেনা কম। টাকা-পয়সা ঠিকমতো দিতে পারছে না। আমিও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না।’
ব্যবসায়ীর বক্তব্য শেষে কিছুটা সময় চুপ করে রূঢ় কণ্ঠে সাগরকে বলেন, ‘আচ্ছা ঠিক আছে।’
অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে নাজমুল হুদা বলেন, ‘কোনো মন্তব্য করব না।’
এ বিষয়ে রাসেল মিয়া বলেন, ‘আমি শেষ হয়ে গেছি। পথে বইসে গেছি। আমারে আর শেষ কইরেন না’।
আগুনে পিকচার প্যালেস সুপার মার্কেটের ৪৪টি দোকান পুড়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জায়গা ভাড়া নিয়ে এক বছর আগে অস্থায়ী মার্কেট তৈরি করেন ব্যবসায়ী রাসেল মিয়া। তিনি শহরে মেলা রাসেল নামে পরিচিত।