মুক্তির অনুমতি পেল তিন সিনেমা, রইল বাকি ‘বরবাদ’
Published: 24th, March 2025 GMT
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চারটি সিনেমা। এই চার সিনেমা নিয়েই চলছে আলোচনা। সিনেমাগুলো হল- ‘জ্বীন ৩’, ‘জংলি’, ‘দাগি’ ও ‘বরবাদ’। এর মধ্যে আজ তিনটি সিনেমা মুক্তির জন্য অনুমতি দিয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। এখন শুধু বাকি রইল শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা।
এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলী ও দিঘী।
সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে ‘জংলি’ সিনেমার প্রযোজক অভি বলেন, “ঈদের সিনেমা হিসেবে প্রথম বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘জংলি’। পাশাপাশি সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। এই ছবিতে সিয়াম আহমেদ যে পরিশ্রম করেছেন তা দেখেও মুগ্ধতা প্রকাশ করেছেন তারা। আমার বিশ্বাস সিনেমা হলে জংলি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবে।”
‘জ্বীন থ্রি’ নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত হরর ঘরানার এই সিনেমায় আব্দুন নূর সজলের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফিরলেন নায়িকা।
সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর ‘জ্বীন থ্রি’ সিনেমার প্রযোজক অব্দুল আজিজ বলেন, ‘কয়েকদিন আগে আমরা সিনেমাটি সেন্সর সার্টিফিকেট বোর্ডে জমা দিয়েছিলাম। বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন এবং প্রসংশা করেছেন। আজ আমরা সার্টিফিকেট হাতে পেয়েছি। আশাকরি দর্শকের ঈদ আনন্দ আরও বেড়ে যাবে।
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি নির্মিত হয়েছে অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে। এ ছবি দিয়ে দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। সঙ্গে আছেন নিশোর প্রথম সিনেমার নায়িকা তমা মির্জাও। এতে আরো অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আজ জমা পড়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। আর মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমা শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।
‘দাগি’ সিনেমার নির্মাতা শিহাব শাহীন বলেন, “বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ‘ইউ’ (সার্বজনীন) সার্টিফিকেট পেয়েছে। সিনেমাটির রানটাইম ২ ঘণ্টা ২২ মিনিট ৩৬ সেকেন্ড। এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দাগি’। সবার সঙ্গে সিনেমা হলে দেখা হবে।”
.উৎস: Samakal
কীওয়ার্ড: তম ম র জ আফর ন ন শ কর ছ ন বরব দ
এছাড়াও পড়ুন:
প্রকাশ্যে ২৬ সেকেন্ডের ভিডিও, চমক নিয়ে হাজির শাকিব
দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে। আগেই জানা যায়, সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। এবার শাকিবের সঙ্গে দেখা দিলেন পশ্চিমবঙ্গের এই তারকা।
বুধবার (২৬ মার্চ) মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’র টিজার। ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিবের সঙ্গে দেখা যায় নুসরাত জাহানকে।
শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতি দেখে অনেকের চোখ কপালে উঠেছে। কেউ কেউ বলিউডের গানের সঙ্গে তুলনা করছেন! বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান।
আরো পড়ুন:
অনিশ্চয়তা বরবাদ করে ঈদে আসছে শাকিবের ‘বরবাদ’
মুক্তির মিছিলে শাকিবের ‘অন্তরাত্মা’, সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’
কেউ কেউ আবার ফেসবুকে লিখেছেন, “মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’!” টিজারটি প্রকাশের ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।
এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।
এক ভিডিও বার্তায় নুসরাত জাহান বলেন, “চাঁদ মামা’ শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়। কিন্তু এই ‘চাঁদ মামা’ পুরোপুরি ড্যান্স নাম্বার। সবাই খুব এনজয় করবেন।”
‘চাঁদ মামা’ গান রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। সম্পূর্ণ গানটি ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে।
শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত